Shami-Jadeja Retirement | গুরু গ্রেগের জমানা ফেরাচ্ছেন গম্ভীর! এবার কি অবসরের পথে সামি-জাদেজা?

শেষ আপডেট:

অরিন্দম বন্দ্যোপাধ্যায়, কলকাতা: কথায় বলে, পুরোনো চাল ভাতে বাড়ে! ভারতীয় ক্রিকেটে এই আপ্তবাক্য অর্থহীন। সৌরভ গঙ্গোপাধ্যায় ভারত অধিনায়ক থাকার সময় প্রথমবার অর্থহীন সেই আপ্তবাক্যের ‘অভ্যুত্থান’ দেখেছিল ভারতীয় ক্রিকেট। ‘অভিজ্ঞতা’ বর্জনের ডাক দেওয়া কোচ গ্রেগ চ্যাপেলের সৌজন্যে সৌরভকে বাদ পড়তে হয়েছিল জাতীয় দল থেকে। ছাঁটাই হতে হয়েছিল বীরেন্দ্র শেহবাগ, হরভজন সিংদের অনেককেই।

গ্রেগ জমানায় ভারতীয় ক্রিকেটের সেই হারিয়ে যাওয়া ছবি সম্প্রতি আবার তাজা হয়ে উঠেছে। যার শুরুটা হয়েছিল গত ডিসেম্বরে টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফরের সময়। যখন ব্রিসবেন টেস্টের পর দুনিয়াকে চমকে দিয়ে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বীন। সিডনি টেস্টে রোহিত শর্মা না খেলার পর তাঁর অবসর নিয়েও সেই সময় কম জল্পনা হয়নি। তখন থেকেই বর্তমান কোচ গৌতম গম্ভীরকে গুরু গ্রেগের সঙ্গে তুলনা করা শুরু হয়েছিল। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেই জল্পনা এখন আগ্নেয়গিরির রূপ নিয়েছে।

বাস্তবে ভারতীয় ক্রিকেট দেখছে এক ‘ভিন্ন’ স্বাদের ছবি। যেখানে অভিজ্ঞতার কোনও মূল্য নেই। বরং তারুণ্যের জোশই শেষ কথা। আর হ্যাঁ, ভারতীয় ক্রিকেটে শেষ কথা বলার জন্য কোচ গম্ভীর তো রয়েইছেন। দিন কয়েক আগে রোহিতের টেস্ট থেকে অবসর ঘোষণার পরও গম্ভীরের দিকে আঙুল উঠেছিল। আজ কোহলিও একই পথে হাঁটার সিদ্ধান্ত ঘোষণার পর ফের ভারতীয় ক্রিকেট সমর্থকদের ‘কাঠগড়ায়’ গুরু গম্ভীর। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ হল, ভারতীয় ক্রিকেটে গ্রেগ চ্যাপেলের জমানার মতো ‘আতঙ্ক’ ফিরিয়ে আনার। কোহলির অবসর ঘোষণার পর গম্ভীর অবশ্য সৌজন্য দেখিয়ে বলেছেন, ‘তোমায় মিস করব’। কিন্তু তারপরও গম্ভীরকে নিয়ে চিঁড়ে ভেজার খবর নেই।

বরং ভারতীয় ক্রিকেটমহলে প্রশ্ন উঠে গিয়েছে, রোহিত-বিরাটের পর এবার কি মহম্মদ সামি ও রবীন্দ্র জাদেজার পালা। দুজনই এই মুহূর্তে টিম ইন্ডিয়ার সিনিয়ার সদস্য। দুজনেরই ইংল্যান্ড সফরের দলে থাকা উচিত। কিন্তু কোচ গম্ভীরের জমানায় সামি-জাড্ডুরা কি পাঁচ টেস্টের বিলেত সফরে যাওয়ার ঝুঁকি নেবেন? বিরাট তুমি কেন গেলে, টেস্ট ক্রিকেট তোমায় মিস করবে- এমন আবেগের মধ্যে আগামীর লাভাস্রোত হিসেবে বইছে সামি-জাদেজার অবসর সম্ভাবনাও। বিকেলের দিকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক শীর্ষ কর্তা নাম না লেখার শর্তে উত্তরবঙ্গ সংবাদ-কে বলেছেন, ‘জাড্ডু-সামিদের নিয়ে সত্যিই প্রশ্ন উঠেছে। গম্ভীরের কোচিংয়ে সিনিয়াররা নিজেদের নিরাপদ মনে করছেন না।’

দলের সিনিয়ারদের নিরাপত্তাহীনতা ভারতীয় ক্রিকেটকে অদ্ভুত এক সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিয়েছে। যার নির্যাস, গুরু গম্ভীরের সমর্থন না থাকলে দলে কোনও ক্রিকেটারই আর নিরাপদ নন। এমন অবস্থায় বিলেত সফরের পাঁচ টেস্টের সিরিজে টিম ইন্ডিয়ার ভালো ফলের সম্ভাবনা দেখছেন না ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই। কারণ, রোহিত-বিরাটরা যে আরও খেলতে চেয়েছিলেন, এখনই টেস্ট ক্রিকেট ছাড়তে চাননি, ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত সবারই সেটা জানা।

অবসরের তালিকায় পরবর্তী নামটা কার হয়, সেটাই এখন দেখার।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

More like this
Related

VVS Laxman | ভারতীয় দলের কোচ এখন লক্ষণ! কোচিংয়ের সমীকরণ কি বদলে গেল ইংল্যান্ডের মাটিতে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মায়ের অসুস্থতার কারণে ইংল্যান্ড থেকে...

WTC Final 2025 | আর নয় ‘চোকার্স’! অজিদের ৫ উইকেটে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অবশেষে ২৭ বছরের শাপমোচন! ‘চোকার্স’...

Wimbledon | পুরস্কার মূল্য ৬২২ কোটি! আর কী বদল আসছে এবারের উইম্বলডনে?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উইম্বলডনে আসতে চলেছে বেশ কিছু...

Michal Probierz | ইস্তফা দিলেন মিকাল প্রবিয়ার্জ, এবার কি দলে ফিরবেন লেয়নডস্কি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইস্তফা দিলেন পোল্যান্ডের জাতীয় দলের...