উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের ৬ আসনে শেষ হয়েছে উপনির্বাচন। শাসকদলের বিভিন্ন নেতারা সমাজমাধ্যমে ‘ছয়ে ছক্কা’ মারার প্রত্যয় দেখিয়ে পোস্ট করছেন। অর্থাৎ ছয়টি আসনের ছয়টিতেই জিততে চলেছে তৃণমূল এমনটাই দাবি। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আয়ু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এদিন শমীক বলেন, ‘এই সরকার ছাব্বিশ পর্যন্ত চলবে না। তৃণমূল কংগ্রেসের ধ্বংস, তৃণমূলের কংগ্রেস জন্মের মধ্যেই নিহিত ছিল। রাজনৈতিক কারণে, রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে, সমাজবিজ্ঞানের অভিমুখে চলতে থেকে তৃণমূল কংগ্রেসের পতন ঘটে যাবে।’ যদিও শমীক ভট্টাচার্য এটা স্পষ্ট করে দিয়েছেন বিজেপি কোনও ভাবেই ৩৫৬ জারি করে সরকার ফেলার পক্ষপাতী নয়। সেক্ষেত্রে নির্বাচন এগিয়ে আনা হবে কিনা সেই প্রশ্নেরও পরিষ্কার জবাব দেননি তিনি। বরং তাঁর বক্তব্য ছিল ‘যা বোঝার বুঝে নিন।’
উল্লেখ্য এর আগে সরকারের পতনের দিনক্ষণ নিয়ে নানা মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সেসব কিছুই ফলপ্রসূ হয়নি। এবার উপনির্বাচনের দিন শমীক ভট্টাচার্য এই মন্তব্য করায় ফের একবার জল্পনা দানা বেঁধেছে। যদিও তৃণমূলের তরফ থেকে প্রত্যাশিত ভাবেই শমীক ভট্টাচার্যের এই বক্তব্যকে উড়িয়ে দেওয়া হয়েছে। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী জানান, ২৩ নভেম্বর যখন ছয়টি আসনে উপনির্বাচনের ফল বের হবে তখন শমীক ভট্টাচার্যের নতুন হাত গজাবে সেটা অজুহাত। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি ১৮ থেকে ১২ জন সাংসদের দল হয়েছে, বিজেপির ভবিষ্যৎ এই রাজ্যে সিপিএম অর্থাৎ শূন্য।’