বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

Samik Bhattacharjee | ‘ছাব্বিশ অবধি টিকবে না’, তৃণমূল সরকারের পতন নিয়ে বিস্ফোরক শমীক

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের ৬ আসনে শেষ হয়েছে উপনির্বাচন। শাসকদলের বিভিন্ন নেতারা সমাজমাধ্যমে ‘ছয়ে ছক্কা’ মারার প্রত্যয় দেখিয়ে পোস্ট করছেন। অর্থাৎ ছয়টি আসনের ছয়টিতেই জিততে চলেছে তৃণমূল এমনটাই দাবি। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের আয়ু নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এদিন শমীক বলেন, ‘এই সরকার ছাব্বিশ পর্যন্ত চলবে না। তৃণমূল কংগ্রেসের ধ্বংস, তৃণমূলের কংগ্রেস জন্মের মধ্যেই নিহিত ছিল।  রাজনৈতিক কারণে, রাষ্ট্রবিজ্ঞানের নিয়ম মেনে, সমাজবিজ্ঞানের অভিমুখে চলতে থেকে তৃণমূল কংগ্রেসের পতন ঘটে যাবে।’ যদিও শমীক ভট্টাচার্য এটা স্পষ্ট করে দিয়েছেন বিজেপি কোনও ভাবেই ৩৫৬ জারি করে সরকার ফেলার পক্ষপাতী নয়। সেক্ষেত্রে নির্বাচন এগিয়ে আনা হবে কিনা সেই প্রশ্নেরও পরিষ্কার জবাব দেননি তিনি। বরং তাঁর বক্তব্য ছিল ‘যা বোঝার বুঝে নিন।’

উল্লেখ্য এর আগে সরকারের পতনের দিনক্ষণ নিয়ে নানা মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সেসব কিছুই ফলপ্রসূ হয়নি। এবার উপনির্বাচনের দিন শমীক ভট্টাচার্য এই মন্তব্য করায় ফের একবার জল্পনা দানা বেঁধেছে। যদিও তৃণমূলের তরফ থেকে প্রত্যাশিত ভাবেই শমীক ভট্টাচার্যের এই বক্তব্যকে উড়িয়ে দেওয়া হয়েছে। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী জানান, ২৩ নভেম্বর যখন ছয়টি আসনে উপনির্বাচনের ফল বের হবে তখন শমীক ভট্টাচার্যের নতুন হাত গজাবে সেটা অজুহাত। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি ১৮ থেকে ১২ জন সাংসদের দল হয়েছে, বিজেপির ভবিষ্যৎ এই রাজ্যে সিপিএম অর্থাৎ শূন্য।’

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.

Share post:

Popular

More like this
Related

Raniganj | প্রকাশ্য রাস্তায় কুকুরের মুখে সদ্যজাতর দেহ, শোরগোল রানিগঞ্জে

রানিগঞ্জঃ কুকুরের মুখে সদ্যজাতর দেহ। সাতসকালে রাস্তায় এমন দৃশ্য...

Rajasthan | প্রশিক্ষণ চলাকালীন ঘাড়ে পড়ল ২৭০ কেজির রড! মর্মান্তিক পরিণতি সোনাজয়ী পাওয়ারলিফটারের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন ঘাড়ে পড়ল ২৭০...

Gang Rape | প্রেম দিবসে মাদক খাইয়ে গণধর্ষণ! আসানসোল আদালতে আত্মসমর্পণ চার অভিযুক্তের   

আসানসোলঃ ‘ভ্যালেন্টাইন ডে’-তে এক কিশোরীকে ফুঁসলিয়ে ঘুরতে নিয়ে গিয়ে...

Delhi CM | প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তাই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী, ঘোষণা বিজেপির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ৫ বছর দিল্লির রাজপাট...