বালুরঘাট: বঙ্গ বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্যের নামে কুৎসা ছড়ানোর অভিযোগে অস্বস্তিতে পড়েছে বিজেপি। উল্লেখ্য, এই কুৎসা ছড়ানোর অভিযোগ উঠেছে সদ্য প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের জেলাতেই। বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর নামে ছাপানো অফিশিয়াল প্যাডে শমীক ভট্টাচার্যর বিরুদ্ধে কুৎসা বাক্য লিখে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। গতকাল, বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ওই চিঠি ভাইরাল হয়। বিষয়টি সামনে আসতেই তীব্র অস্বস্তিতে পড়ে জেলা বিজেপি নেতৃত্ব। শুক্রবার কলকাতা থেকে বালুরঘাট ফিরে, এই ঘটনার বিরুদ্ধে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্বরূপ চৌধুরী নিজেই। তাঁর দাবি, ‘পুরো ঘটনাটিই মিথ্যাচার এবং চক্রান্তমূলক।’ অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট সাইবার ক্রাইম থানার পুলিশ।
এদিন থানায় অভিযোগ দায়েরের সময় স্বরূপ চৌধুরীর সঙ্গে ছিলেন বালুরঘাট টাউন মণ্ডলের সভাপতি সমীর প্রসাদ দত্ত ও জেলা বিজেপির অন্য নেতারা।