উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষকে (MLA Shankar Ghosh) নতুন দায়িত্ব নিতে বললেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)! বুধবার অধিবেশন চলাকালীন শংকর ঘোষকে উদ্দেশ করে বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেন্দ্রের কাছে প্রতিনিধিদল নিয়ে যাওয়ার বিষয়ে উদ্যোগী হন।’ আচমকা কেন একথা শোনা গেল স্পিকারের মুখে?
একসময় ঠিক হয়েছিল উত্তরবঙ্গের (North Bengal) মানুষের দাবিদাওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে বাংলা থেকে সর্বদলীয় প্রতিনিধি দল যাবে। সেই সময় রাজ্যের প্রস্তাবে সম্মতি জানিয়েছিল বিরোধী শিবির। কিন্তু এখনও পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। এদিন সেই প্রসঙ্গই বিধানসভায় উত্থাপন হলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শংকর ঘোষকে বলেন, ‘আপনি কেন্দ্রের কাছে প্রতিনিধিদল নিয়ে যাওয়ার বিষয়ে উদ্যোগী হন।’ স্পিকারের কথা শুনে পালটা শংকর বলেন, ‘যিনি এই সিদ্ধান্ত নেওয়ার অধিকারী মানে বিরোধী দলনেতাকে অনৈতিকভাবে সাসপেন্ড করা হয়েছে। সেক্ষেত্রে আমি একা এই সিধান্ত কীভাবে নেব?’ একথা শুনে সাসপেনশনের বিষয়ে স্পিকার বলেন, ‘সাসপেনশন প্রত্যাহার চাইলে সঠিক ভাবে আবেদন করুন।’
এদিকে, শংকর ঘোষের এই জবাবে পালটা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘বাংলার মানুষ দেখল, রাজ্যের স্বার্থে সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিনিধি দলের যাওয়ার বিষয়টি আপনাদের জন্য সম্ভব হল না। অযথা আপনি বিরোধী দলনেতার কথা তুললেন। আপনার কথা থেকে স্পষ্ট হল বিষয়টি কৌশলে এড়িয়ে গেলেন।’