ডিজিটাল ডেস্ক: প্রথম থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য পরিষেবার দিকে কড়া নজর দিয়েছেন। কার্যত গত বছর ডিসেম্বরে নদীয়ার প্রশাসনিক বৈঠক করতে গিয়ে শান্তিপুর হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের নির্দেশ দিয়েছিলেন তিনি। আর মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনে এবার শান্তিপুর হাসপাতালের আমূল পরিবর্তন হতে চলেছে বলে জানা যাচ্ছ্। কার্যত শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল এবার সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত হতে চলেছে। প্রসঙ্গত, এসএসকেএম সহ কলকাতার হাসপাতালে চাপ কমাতে জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করার কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর এবার সেই পরিপ্রেক্ষিতে নদীয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের নাম সুপার স্পেশালিটি তালিকায় উঠে এলো। জানা গিয়েছে, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন জেলা স্বাস্থ্য আধিকারিকদের একটি প্রতিনিধি দল। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল সুপার স্পেশালিটিতে উপনীত হওয়ার বিষয়টি নিয়ে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানিয়েছেন, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। তবে কবে এই স্বপ্ন পূরণ হবে এবং শান্তিপুরের সাধারণ মানুষের কাছে সুপার স্পেশালিটি পরিষেবা পৌঁছাবে, সে ব্যাপারে এখনও বিশদ কিছু জানা যায়নি।
আরও পড়ুনঃ মমতার ভূয়শী প্রশংসা এবার উমা ভারতীর গলায়