ঢাকা : শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, প্লট বরাদ্দে দুর্নীতি সংক্রান্ত আরও দুটি মামলায় ওপার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকার একটি আদালতের বিচারক মহম্মদ জাকির হোসেন মঙ্গলবার সকালে এই আদেশ দেন।
প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে পৃথক তিন মামলায় গত রবিবার শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এর আগে প্লট দুর্নীতির আরেকটি মামলায় শেখ হাসিনা ও তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ১০ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।