উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমানে ভারতে (India) গোপন আস্তানায় রয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। তবে তাঁর পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা চলছে বিশ্ব কূটনৈতিক মহলে। বিভিন্ন অসমর্থিত সূত্রে দাবি, বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তবে এখনও সে দেশের সরকারের তরফে কোনও সবুজ সংকেত মেলেনি। এর মধ্যেই আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে দাবি, হাসিনার ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে আরও চাপে রয়েছেন মুজিবকন্যা। কিন্তু হাসিনার পুত্র সাজিব ওয়াজিদ জয়ের দাবি, তাঁর মা কোনও দেশেই আশ্রয় চাননি।
হাসিনার আশ্রয় চাওয়া নিয়ে একাধিক জল্পনার কথা ঘুরছে। কিছু সূত্রে দাবি করা হচ্ছে, হাসিনা ব্রিটেনে যেতে পারেন। আবার কোনও সূত্র বলছে, হাসিনার আমেরিকায় যাওয়ার পথ বন্ধ হয়েছে। এমনকি, ফিনল্যান্ড সহ বেশ কয়েকটি দেশের নামও উঠে আসছে এই আলোচনায়। তবে এই সব জল্পনা নস্যাৎ করে এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা পুত্র বলেন, ‘মায়ের আশ্রয়ের অনুরোধ সম্পর্কিত যে সব প্রতিবেদন ছাপা হচ্ছে, তা সম্পূর্ণ ভুল। তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি। ফলে তাঁকে আশ্রয়ের অনুমতি দিচ্ছে না ব্রিটেন ও আমেরিকা বলে যে খবর রটেছে তা সত্যি নয়।’ জয় আরও দাবি করেন, তাঁর মায়ের আশ্রয় নিয়ে আমেরিকার সঙ্গে কোনওরকম আলোচনাও হয়নি। হাসিনা আর রাজনীতিতে থাকবেন না, তা প্রথম জানিয়েছিলেন তাঁর পুত্রই। জয় আরও জানিয়েছিলেন, হাসিনা এখন পরিবারের সঙ্গেই সময় কাটানোর পরিকল্পনা করছেন।
প্রসঙ্গত, বাংলাদেশে অশান্তির মাঝেই সোমবার বোন শেখ রেহানাকে নিয়ে ঢাকার (Dhaka) বাসভবন তথা ‘গণভবন’ ছেড়েছিলেন হাসিনা। সেখান থেকে তিনি ভারতে পৌঁছান। দিল্লি লাগোয়া উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বায়ুসেনা ঘাঁটিতে নামে তাঁর বিমান। তারপর সেই রাতেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দেখা করেন হাসিনার সঙ্গে। বাংলাদেশের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী যে ভারতের কাছে আশ্রয় চাননি, তা আগেই জানা গিয়েছিল। তাই তাঁর পরবর্তী গন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর জানান, খুব অল্প সময়ের নোটিশে ভারতে আসার আর্জি জানিয়েছিলেন হাসিনা। ভারত সেই অনুমতি দেওয়ার পরই বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আসেন তিনি।