Wednesday, May 31, 2023
Homeরাজ্যউত্তরবঙ্গশহর মাতাতে আসছেন শিলাজিৎ-পৌষালি, কিভাবে টিকিট কাটবেন জেনে নিন

শহর মাতাতে আসছেন শিলাজিৎ-পৌষালি, কিভাবে টিকিট কাটবেন জেনে নিন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কাউন্টডাউন শুরু হয়ে গেছে। শিলাজিৎ-পৌষালির সঙ্গীতানুষ্ঠান নিয়ে ক্রমশই তেতে উঠছে শিলিগুড়ি। অ্যাডিকশন ইভেন্ট অরগানাইজেশন কোম্পানির উদ্যোগে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে আগামী ২৬ মে অনুষ্ঠিত হতে চলেছে ‘পিন্দারে পলাশে’। এই অনুষ্ঠানে গান গাইবেন জনপ্রিয় গায়ক শিলাজিৎ মজুমদার, গায়িকা পৌষালী বন্দ্যোপাধ্যায়। এছাড়া সঞ্চালক হিসেবে উপস্থিত থাকবেন আর জে সায়ন ঘোষ।

অনুষ্ঠানে দর্শকদের জন্য চারটি রো তৈরি করা হয়েছে। সেগুলিই যথাক্রমে নৌকা, যা পাখি, জল ফড়িং, স্বাধীনতা। প্রত্যেকটি রো-এর টিকিটের মূল্য আলাদা। টিকিটের মূল্য যথাক্রমে, নৌকা- ২৯৯ টাকা, যা পাখি- ৪৯৯ টাকা, জল ফড়িং- ৭৯৯ টাকা, স্বাধীনতা-৯৯৯ টাকা।

শিলিগুড়ির বিভিন্ন এলাকায় কিছু দোকানে টিকিট মিলছে। শিবমন্দিরের আগ্রহী ব্যক্তিরা 9064245099 এই নম্বরে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করতে পারবেন। এছাড়া শিলিগুড়ির বাসিন্দারা যথাক্রমে 9434467032, 9832394421, 9474875785, 9434208275 এই নম্বরগুলিতে যোগাযোগ করে পছন্দের অনুষ্ঠানের টিকিট সংগ্রহ করতে পারবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments