কলকাতা: হাওড়ায় শুটআউটের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ হাওড়ার ডোমজুড়ের আলমপুর হাইওয়ে সংলগ্ন একটি মদের দোকানে হামলা চালায় একদল দুষ্কৃতী। মদের দোকানে ঢুকে এক কর্মীকে গুলি করে খুনের চেষ্টা করে দুষ্কৃতীরা। ইতিমধ্যে অভিযুক্তদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
দুষ্কৃতীরা ওই দোকানে লুটপাটের চেষ্টা করে বলে অভিযোগ। মদের বোতল, টাকা নিয়ে পালানোর চেষ্টা করে তারা। বাধা দিতে গেলে দোকানের এক কর্মীকে আক্রমণ করে। ওই কর্মীকে লক্ষ্য করে দু রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। একটি গুলি লাগে তাঁর কাঁধে, অন্যটি হাতে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক। স্থানীয়রা জড়ো হওয়ার আগেই চম্পট দেয় দুষ্কৃতীরা। বর্তমানে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। কী কারণে মদের দোকানে হামলা চালাল দুষ্কৃতীরা তা খতিয়ে দেখছে পুলিশ।