উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বন্দুকবাজের হামলায় কেঁপে উঠল আমেরিকা(USA)। স্কুলে ঢুকে তাণ্ডব চালাল মাত্র ১৪ বছরের কিশোর। বন্দুকবাজের হামলায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরেই অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। জখমদের উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সূত্রের খবর, গোটা ঘটনার দিকে নজর রাখছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
জানা গিয়েছে, জর্জিয়ার একটি হাইস্কুলে গুলি চালানোর(Shootout) ঘটনাটি ঘটেছে। সকালে আচমকাই বন্দুক নিয়ে স্কুলে ঢুকে পড়ে ওই কিশোর। ক্লাসরুমে ঘুরে ঘুরে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সে। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। গুরুতর জখম হয়েছেন আরও ১২ জন। খবর পেয়েই স্কুল ঘিরে ফেলে পড়ুয়াদের উদ্ধার করে |স্থানীয় প্রশাসন। এরপর পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণে আসতেই গোটা এলাকাজুড়ে লকডাউন ঘোষণা করা হয়। বাড়ি থেকে বেরতে বারণ করা হয় প্রত্যেককে। বন্দুকবাজের খোঁজে শুরু হয় তল্লাশি। পরে অভিযুক্ত বন্দুকবাজকে আটক করা হয়েছে। তবে কেনই বা সে স্কুলে হামলা চালাল, তা এখনও জানা যায়নি।