নয়াদিল্লি: শুটিং বিশ্বকাপে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রুপো জিতলেন ভারতের সোনম মাসকার। ২২ বছরের এই শুটার ফাইনালে ২৫২.৯ স্কোর করেন। সোনা জিতেছেন চিনের শুটার ইউটিং হুয়াং। তিনি ফাইনালে ২৫৪.৫ স্কোর করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন। সদ্যসমাপ্ত প্যারিস অলিম্পিকেও সোনা জিতেছিলেন হুয়াং। ফরাসি শুটার ওসানে মুলার ব্রোঞ্জ পেয়েছেন। আরেক ভারতীয় শুটার তিলোত্তমা সেন ১৬৭.৭ স্কোর করে ষষ্ঠ স্থানে শেষ করেছেন।
অলিম্পিকের পদক জয়ীরা সরাসরি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। কিন্তু মানু ভাকের, সরাবজ্যোৎ সিংরা এই ইভেন্টে নামেননি। প্রতিযোগিতার যোগ্যতা অর্জন পর্বে ৬৩২.১ স্কোর করে চতুর্থ হয়েছিলেন সোনম। তিলোত্তমা ৬২৮.৯ স্কোর করেন।
এদিকে, পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে অল্পের জন্য পদক হাতছাড়া করেছেন ভারতের রিদম সাঙ্গোয়ান। তিনি যোগ্যতা অর্জন পর্বে শীর্ষে ছিলেন। কিন্তু ফাইনালে ১৯৭.২ স্কোর করে চতুর্থ স্থানে শেষ করেন তিনি। মহিলাদের বিভাগে ফাইনালে পঞ্চম স্থানে শেষ করেছেন সুরভি রাও। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে অর্জুন বাবুতা পঞ্চম হয়েছেন।