উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইথিয়োপিয়ায় (Ethiopia) এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয়েছে ৩২০ জনের। জানা গিয়েছে, ইথিয়োপিয়ার ওরেমিয়া অঞ্চলে এলোপাতাড়ি গুলি চালানো হয়। আগে মৃতের সংখ্যা শোনা গিয়েছিল ২০০। পরবর্তীতে ইথিয়োপিয়ার মানবাধিকার কমিশন জানায়, মৃতের সংখ্যা ৩২০। মৃতদের মধ্যে বেশিরভাগই সংখ্যালঘু আমহারা গোষ্ঠীর সদস্য বলে জানা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, জাতি বিদ্বেষের জেরেই গণহত্যা চালিয়েছে নিষিদ্ধ ওরোমো লিবারেশন আর্মি (ওএলএ)। হামলার জেরে এলাকা ছাড়তে শুরু করেছে আমহারা গোষ্ঠীর সদস্যরা। গণহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ইথিয়োপিয়ার ফেডারেল আর্মি ইউনিট।
আরও পড়ুন : ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করলেন ওডিশার মুখ্যমন্ত্রী