Wednesday, July 3, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারAlipurduar | খাল দখল করে গড়ে উঠছে দোকানপাট, জলের গতিপথ নিয়ে উদ্বেগ...

Alipurduar | খাল দখল করে গড়ে উঠছে দোকানপাট, জলের গতিপথ নিয়ে উদ্বেগ এলাকাবাসীর

আলিপুরদুয়ার: গত সোমবার মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পর হইহই পড়ে গিয়েছে। কোথায় কোথায় সরকারি জমি দখল হয়ে গিয়েছে, তার একটা লম্বা তালিকা বানিয়েছে জেলা প্রশাসন। এদিকে, চাপরেরপার-১ গ্রাম পঞ্চায়েতের আলিপুরদুয়ার-ভাটিবাড়ি (Alipurduar) রাস্তা সংলগ্ন বড় খালটি দিনের পর দিন দখল হয়ে যাচ্ছে। বিশেষ করে চেকো মোড় সংলগ্ন এলাকা থেকে পদ্মেশ্বরী হাইস্কুল পর্যন্ত এলাকায় নতুন করে দখলদারি এলাকাবাসীর উদ্বেগ বাড়িয়েছে। আলিপুরদুয়ার-২ ব্লকের বিডিও নিমা শেরিং শেরপা খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

বাসিন্দারা বলছেন, খাল দখল করে অবাধে বানানো হচ্ছে কংক্রিটের দোকান। কয়েকদিন আগেও হাতেগোনা কয়েকটি দোকানপাট ছিল। এখন সেখানে প্রায় পঁচিশটি পাকা দোকান তৈরি হয়েছে। এলাকার বাসিন্দাদের চিন্তার কারণ হল, এই খাল সেখানকার নিকাশির অন্যতম ভরসা। দখলের ফলে তা উপচে গেলে লাগোয়া রাজ্য সড়কও ক্ষতিগ্রস্ত হতে পারে। সমস্যায় পড়বেন খাল সংলগ্ন এলাকার বাসিন্দারা।

দখলদারির কথা মেনে নিয়েছেন চাপরেরপার-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধবী রায় দাস। তিনি বলেন, ‘ওই ঘটনা আমাদেরও নজরে এসেছে।’ একসময় কাঠ, বাঁশ ও সিমেন্টের খুঁটি পুঁতে দোকানপাট তৈরি হয়েছিল। খালের একাংশ দখল করে সেসব দোকান তৈরি হলেও জলের গতিপথ ব্যাহত হত না। তবে এখন দখলদারি বেড়েছে। খালজুড়ে কংক্রিটের বড় বড় পিলার। প্রায় কুড়ি ফুটের বেশি গভীর সেই খালের নীচের অংশ থেকে খুঁটি তুলে তার উপর কংক্রিটের পাটাতন তৈরি করে জলের গতিপথ আটকে দেওয়া হচ্ছে। এমনিতে নদীর সঙ্গে সংযোগ থাকায় সেটি সেচখাল হিসেবেও কাজ করে। তবে এখন সেসব আর সম্ভব নয়। বলছেন স্থানীয় কৃষকরা।

পূর্ত দপ্তরের তরফে রাস্তার গা ঘেঁষে খালের পাড় বোল্ডার দিয়ে বাঁধের কাজ করা হয়েছে। কংক্রিটের দোকান তৈরি ফলে পাড়বাঁধের কাজ ব্যাহত হওয়ারও অভিযোগ উঠেছে।

এখানে এখন এক হাত জমির দাম ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা। চড়া দামে হাতবদলও হচ্ছে। এসবের পেছনেই স্থানীয় ব্যবসায়ীরা ছাড়াও নেতা ও প্রভাবশালীদের হাত রয়েছে বলেও এলাকায় চর্চা। স্থানীয় প্রশাসন উদাসীন। ওই জায়গা পূর্ত দপ্তরের অধীনে। তাই এই বিষয়ে পূর্ত দপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রদীপ হালদারকে ফোন করা হয়েছিল। কিন্তু তিনি ফোন না তোলায় যোগাযোগ করা যায়নি।

এদিকে সেচখাল দখলে সরব হয়েছেন স্থানীয়রা। তবে প্রকাশ্যে মুখ খোলার সাহস নেই কারও। স্থানীয় এক তরুণের কথায়, ‘এই খালের জল দিয়ে আশপাশের কৃষিজমিতে চাষের কাজ চলত। এখন যেভাবে দখলদারি হয়েছে তাতে অদূর ভবিষ্যতে বড়সড়ো বিপর্যয় দেখা দিতে পারে।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

স্বাস্থ্যের খেয়াল রেখে তাজা ফল দিয়ে বাড়িতেই বানান জ্যাম, রইল প্রণালী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাউরুটির উপর রকমারি জ্যাম শিশুদের খুব প্রিয়। কিন্তু স্বাস্থ্যের কথা ভাবলে, বাজার থেকে কেনা জ্যাম নিয়ে সংশয় থাকতে পারে। কারণ,...

Chopra Assault case | ‘জেসিবি আমার ছত্রছায়ায় ছিল না’, ঘনিষ্ঠের পাশ থেকে কি এবার...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চোপড়ায় এক যুগলকে রাস্তায় ফেলে পিটিয়েছে এক তৃণমূল নেতা তাজম্মুল ওরফে জেসিবি। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই জেসিবিকে গ্রেপ্তার করে...

SCO Summit | এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে জয়শংকর, সারলেন দ্বিপাক্ষিক বৈঠক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার কাজাখস্তানে (Kazakhstan) গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। আগামী ৪ জুলাই থেকে শুরু হওয়া এসসিও (Shanghai Cooperation Organisation) বার্ষিক...

Balurghat | এক রাতের ভারী বৃষ্টিতে আত্রেয়ীর বাঁধে ফাটল, মেরামতের দাবি এলাকাবাসীর

0
বালুরঘাট: একদিনের ভারী বৃষ্টিতে বালুরঘাটে আত্রেয়ী(Atreyi) নদীবাঁধে ফের বড়সড় ফাটল দেখা গেল। নদীবাঁধের অন্য পাশে বড়সড় ধসও দেখা দিয়েছে। দ্রুত সেই ফাটল ও ধস...

Chopra Assault Case | জেসিবি জেলে, তবুও চোপড়ায় থামছে না ‘নীরব সন্ত্রাস’, কাদের বিরুদ্ধে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চোপড়া কাণ্ডের (Chopra Assault Case) জেরে পুলিশি হেপাজতে স্থানীয় তৃণমূল নেতা জেসিবি (Tajimul Islam)। তার গ্রেপ্তারির পর কতটা স্বাভাবিক হয়েছে...

Most Popular