বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: র্যাশন সামগ্রীর বদলে টাকা দেওয়া হচ্ছে উপভোক্তাদের অ্যাকাউন্টে, এমনই অভিযোগ উঠল এবার। এর জেরে ১৭ জন র্যাশন ডিলারকে শোকজও (Ration dealer show cause) করা হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জুড়ে (Uttar Dinajpur)।
অভিযোগ, গ্রাহকদের একাংশ র্যাশন সামগ্রী তুলে খোলাবাজারে বিক্রি করছিলেন। খাদ্য দপ্তরের অভিযান শুরু হতেই নয়া কৌশল নিয়েছেন র্যাশন ডিলাররা। এখন র্যাশন সামগ্রী না নিয়ে অনেকে তার বদলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিচ্ছেন। ফলে উপভোক্তাদের র্যাশন দোকানে যেতে হচ্ছে না। পুরো কারবার চলছে বাড়ি আর দোকান থেকে।
কিন্তু কীভাবে এই টাকা নেওয়ার কারবার চলছে? র্যাশন ডিলারদের ই-পস মেশিন থেকে উপভোক্তাদের মোবাইলে ওটিপি চলে যাচ্ছে। উপভোক্তারা বাড়িতে বসে সেই ওটিপি ডিলারকে দিয়ে দিচ্ছেন। উপভোক্তার বরাদ্দ সামগ্রী র্যাশন দোকানেই রেখে দিয়ে তার বদলে ওই উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছেন ডিলার। তারপর সেই চাল, আটা খোলাবাজার বা কোনও কারবারির কাছে বিক্রি হয়ে যাচ্ছে বেশি দামে। সেই চাল আবার রাইস মিল ঘুরে বস্তাবন্দি হয়ে বাজারে বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, অনেক উপভোক্তাকে পরিমাণ মতো সামগ্রী দেওয়া হচ্ছে না, আটার ক্ষেত্রে একই অবস্থা। সেই সমস্ত অনিয়মের কারণে শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে খাদ্য দপ্তর সূত্রে। খাদ্য দপ্তরের জেলা আধিকারিক সঞ্জীব হালদার বলেন, ‘বিভিন্ন কারণে শোকজ করা হয়েছে। শোকজ এর জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে।’