শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

Uttar Dinajpur | র‌্যাশনের বদলে উপভোক্তাদের টাকা দেওয়ার অভিযোগ! শোকজ ১৭ ডিলারকে

শেষ আপডেট:

বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: র‌্যাশন সামগ্রীর বদলে টাকা দেওয়া হচ্ছে উপভোক্তাদের অ্যাকাউন্টে, এমনই অভিযোগ উঠল এবার। এর জেরে ১৭ জন র‌্যাশন ডিলারকে শোকজও (Ration dealer show cause) করা হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জুড়ে (Uttar Dinajpur)।

অভিযোগ, গ্রাহকদের একাংশ র‌্যাশন সামগ্রী তুলে খোলাবাজারে বিক্রি করছিলেন। খাদ্য দপ্তরের অভিযান শুরু হতেই নয়া কৌশল নিয়েছেন র‌্যাশন ডিলাররা। এখন র‌্যাশন সামগ্রী না নিয়ে অনেকে তার বদলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিচ্ছেন। ফলে উপভোক্তাদের র‌্যাশন দোকানে যেতে হচ্ছে না। পুরো কারবার চলছে বাড়ি আর দোকান থেকে।

কিন্তু কীভাবে এই টাকা নেওয়ার কারবার চলছে? র‌্যাশন ডিলারদের ই-পস মেশিন থেকে উপভোক্তাদের মোবাইলে ওটিপি চলে যাচ্ছে। উপভোক্তারা বাড়িতে বসে সেই ওটিপি ডিলারকে দিয়ে দিচ্ছেন। উপভোক্তার বরাদ্দ সামগ্রী র‌্যাশন দোকানেই রেখে দিয়ে তার বদলে ওই উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছেন ডিলার। তারপর সেই চাল, আটা খোলাবাজার বা কোনও কারবারির কাছে বিক্রি হয়ে যাচ্ছে বেশি দামে। সেই চাল আবার রাইস মিল ঘুরে বস্তাবন্দি হয়ে বাজারে বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, অনেক উপভোক্তাকে পরিমাণ মতো সামগ্রী দেওয়া হচ্ছে না, আটার ক্ষেত্রে একই অবস্থা। সেই সমস্ত অনিয়মের কারণে শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে খাদ্য দপ্তর সূত্রে। খাদ্য দপ্তরের জেলা আধিকারিক সঞ্জীব হালদার বলেন, ‘বিভিন্ন কারণে শোকজ করা হয়েছে। শোকজ এর জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Dooars | গুড ফ্রাইডের আগে ডুয়ার্সের চার্চগুলিতে প্রস্তুতি তুঙ্গে

নাগারাকাটা: শুক্রবার গুড ফ্রাইডে (Good Friday)। তার আগে ডুয়ার্সের...

Malda | মুর্শিদাবাদের পুনরাবৃত্তি নয়, সতর্কতা মালদায়

হরষিত সিংহ, মালদা: মোথাবাড়ি (Mothabari) থেকে মুর্শিদাবাদ (Murshidabad) একের...

Dakshin Dinajpur | দণ্ডিকাণ্ডে নাম জড়িয়েছিল, ভাবমূর্তি পুনরুদ্ধারে মরিয়া চেষ্টা প্রদীপ্তার

সুবীর মহন্ত, বালুরঘাট: দণ্ডিকাণ্ডে নাম জড়িয়েছিল প্রাক্তন মন্ত্রী শংকর...

Raiganj | খাবারের টানে পড়ুয়াদের ভাইবোনেরাও স্কুলে

চন্দ্রনারায়ণ সাহা, রায়গঞ্জ: মিড-ডে মিল (Midday Meal) নিয়ে মাঝেমধ্যেই...