উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (International Space Station) পাড়ি দিয়েছেন ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। ইতিমধ্যেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে গিয়েছেন শুভাংশু। শনিবার শুভাংশুর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। মোদি শুভাংশুকে বলেন, “আজ, আপনি আমাদের মাতৃভূমি থেকে দূরে, কিন্তু আপনি ভারতীয়দের হৃদয়ের সবচেয়ে কাছের…আপনার নামেও ‘শুভ’ শব্দটি রয়েছে, আর আপনার যাত্রাও এক নতুন যুগের শুভারম্ভ।” প্রধানমন্ত্রীকে উত্তরে শুভাংশু বলেন, ‘এটা আমার একার যাত্রা নয়, আমাদের দেশেরও।’ নতুন অভিজ্ঞতাগুলিকে তিনি স্পঞ্জের মতো শুষে নিচ্ছেন বলে জানিয়েছেন শুভ্রাংশু।
শুভাংশু শুক্লার ৪১ বছর আগে ১৯৮৪ সালে রাকেশ শর্মা প্রথম মহাকাশে পা রাখেন। কিন্তু শুভাংশুই প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখে ইতিহাস রচনা করেছেন। প্রধানমন্ত্রীকে শুভাংশু বলেন, ‘কিছুক্ষণ আগে, যখন আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিলাম, তখন আমরা হাওয়াইয়ের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম। আমরা কক্ষপথ থেকে দিনে ১৬ বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাই… আমাদের দেশ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে…’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এক্সবার্তায় প্রধানমন্ত্রী মোদি এবং শুভাংশু শুক্লার হাসিমুখে কথোপকথনের দৃশ্য শেয়ার করা হয়েছে।
PM @narendramodi interacted with Group Captain Shubhanshu Shukla, who is aboard the International Space Station. pic.twitter.com/Q37HqvUwCd
— PMO India (@PMOIndia) June 28, 2025
শুভাংশুর কথায়, ‘এখানে সবকিছু আলাদা, আমরা এক বছর ধরে প্রশিক্ষণ নিয়েছি এবং বিভিন্ন সিস্টেম সম্পর্কে শিখেছি…কিন্তু এখানে আসার পর সবকিছু বদলে গেছে…এখানে, এমনকি ছোট ছোট জিনিসও আলাদা কারণ মহাকাশে কোনও মাধ্যাকর্ষণ নেই…এখানে ঘুমোনো একটি বড় চ্যালেঞ্জ…এই পরিবেশের সঙ্গে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগে।ֹ’
তিনি আরও বলেন, ‘মহাকাশে পৌঁছানোর পর প্রথম দৃশ্য ছিল পৃথিবীর এবং বাইরে থেকে পৃথিবী দেখার পর, প্রথম চিন্তা এবং প্রথম জিনিসটি যা মনে এসেছিল তা হল পৃথিবী সম্পূর্ণরূপে এক। বাইরে থেকে কোনও সীমানা দেখা যায় না। যখন আমরা প্রথমবার ভারতকে দেখি, তখন আমরা দেখতে পাই যে ভারত সত্যিই খুব বিশাল। মানচিত্রে আমরা যা দেখি তার চেয়ে অনেক বড়। যখন আমরা বাইরে থেকে পৃথিবীকে দেখি, তখন মনে হয় কোনও সীমানা নেই, কোনও রাষ্ট্র নেই, কোনও দেশ নেই।’
প্রসঙ্গত, বুধবার ভারতীয় সময় বেলা ১২টা ১ মিনিটে নির্ধারিত সূচি মেনে শুভাংশু শুক্লা সহ ৪ নভোচরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দেয় স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন ক্রাফ্ট’। ২৮ ঘণ্টার যাত্রা শেষ করে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছন শুভাংশু শুক্লা ও তাঁর সঙ্গীরা। শুভাংশুই ছিলেন এই মহাকাশযানের পাইলট। প্রথমে ঠিক ছিল ২৫ মে অভিযান শুরু হবে। কিন্তু তা পিছিয়ে ৮ জুন হয়। এরপর থেকে বারবার পিছিয়েছে যাত্রার তারিখ। শেষবার দিন ধার্য হয়েছিল ২২ জুন। তাও পিছিয়ে যায়। অবশেষে বুধবার আসে সেই মাহেন্দ্রক্ষণ। ১৪ দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে থাকার কথা রয়েছে শুভাংশুর।