উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার ভারতীয় দলের অনুশীলনে দেখা গেল শুভমন গিলকে(Shubman Gill)। তবে কি অ্যাডিলেড টেস্টে দলে থাকছেন তিনি? বিষয়টি এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পাওয়ার ফলে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছিলেন গিল। এদিন অনুশীলন করতে দেখা গিয়েছে রোহিত শর্মাকেও।
শনিবার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। গোলাপি বলের এই ম্যাচটি হবে ক্যানবেরায়। অ্যাডিলেডেও গোলাপি বলেই খেলা হবে, তাই তার আগের এই প্রস্তুতি ম্যাচটিও গোলাপি বলেই খেলা হচ্ছে। তবে দিন-রাতের টেস্টে যে অস্ট্রেলিয়ার রিপোর্ট কার্ড বেশ ভালো তা অস্বীকার করার কোনও উপায় নেই। ৪ বছর আগে এই অ্যাডিলেডেই গোলাপি বলে ভারতকে ৩৬ রানে অলআউট করে দিয়েছিল অস্ট্রেলিয়া। তাই এই টেস্টের আগে বাড়তি সতর্ক রয়েছে ভারতীয় শিবির।
পারথ টেস্টে গিলের জায়গায় তিন নম্বরে ব্যাট করেছিলেন দেবদত্ত পাড়িক্কল। যদিও তেমনভাবে দাগ কাঁটতে পারেনি তাঁর খেলা। অ্যাডিলেডে যদি শুভমন দলে ফেরেন তবে নিশ্চিত ভাবে বসতে হবে পাড়িক্কলকে। অপরদিকে আবার রোহিত ফিরেছেন দলে। ফলে পরিবর্তন হতে চলেছে ওপেনিং জুটিতেও। লোকেশ রাহুলকে হয়ত দেখা যাবে মিডল অর্ডারে। তবে কত নম্বরে খেলবেন তিনি সেটাও কিন্তু নির্ভর করবে গিলের দলে ফেরার ওপরে।