ক্যানবেরাঃ পারথ টেস্ট জয় এখন ইতিহাস। চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। দুরন্ত সাফল্যের স্মৃতি সঙ্গে নিয়ে পারথ থেকে ক্যানবেরায় পৌঁছে গেল টিম ইন্ডিয়া। আগামী শনি এবং রবিবার ক্যানবেরার মানুকা ওভালের মাঠে টিম ইন্ডিয়ার দুইদিনের প্রস্তুতি ম্যাচ রয়েছে। সেই ম্যাচের আগে আজ টিম ইন্ডিয়ার অনুশীলনে ছুটি দেওয়া হয়েছে।
আর তার মধ্যেই ভারতীয় দলের জন্য সুখবরের পাশে দুঃসংবাদও রয়েছে। যার ফলে ভারতীয় দলের প্রথম একাদশের কম্বিনেশন ফের বদলাতে চলেছে। এক নম্বর সুখবর, ভারত অধিনায়ক রোহিত শর্মা আগেই পারথে পৌঁছে গিয়েছিলেন। অনুশীলন ম্যাচে রোহিত মাঠে নামতে চলেছেন। শুধু তাই নয়, ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হতে চলা সিরিজের দ্বিতীয় টেস্টেও রোহিত ফিরছেন নিশ্চিতভাবেই। তিনিই যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন। দুই নম্বর সুখবর, জসপ্রীত বুমরাহর আজ বোলারদের টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান পাওয়া। দুঃসংবাদ হল, শুভমান গিল এখনও সুস্থ নন। বাঁ হাতের ভেঙে যাওয়া বুড়ো আঙুলের অবস্থা আগের তুলনায় ভালো। কিন্তু এখনও মাঠে নামার মতো অবস্থায় নেই শুভমান। ভারতীয় দলের অন্দরের খবর, শনিবার থেকে শুরু হতে চলা অনুশীলন ম্যাচের পাশাপাশি অ্যাডিলেড টেস্টেও প্রবলভাবে অনিশ্চিত তিনি।
ঠিক কবে ফিট হয়ে শুভমান মাঠে ফিরবেন, স্পষ্ট নয়। অন্তত ১৫ দিন তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শুভমানের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়ার ব্যাটিং কম্বিনেশন বদলাতে চলেছে বলে খবর। দেবদত্ত পাডিক্কাল বাদ পড়ছেন প্রথম একাদশ থেকে। সব ঠিকমতো চললে, পারথের অপটাস স্টেডিয়ামে ওপেন করে রানে ফেরার পর লোকেশ রাহুলের ব্যাটিং অর্ডার বদলাতে চলেছে। তাঁকে তিন নম্বরে খেলানোর কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে এছাড়া আর কোনও উপায় নেই আপাতত। দিন দুয়েক আগে জাতীয় নির্বাচক কমিটির প্রাক্তন সদস্য যতীন পরাঞ্জপে মুম্বইয়ে এক অনুষ্ঠানে বলেছিলেন, ‘শুভমানের চোট দুর্ভাগ্যজনক। আঙুল ভাঙলে সাধারণত ১৫ দিন মাঠের বাইরে থাকতেই হবে। শুভমানের চোটের বর্তমান অবস্থা আমার জানা নেই। তবে আমার মতে, অ্যাডিলেডে ওর পক্ষে ফিট হয়ে মাঠে নামা কঠিন।’
শুভমানের অনুপস্থিতি ও রোহিতের প্রত্যাবর্তনের জাঁতাকলে পড়ে রাহুলের ব্যাটিং অর্ডার বদল করা ছাড়া আর কোনও উপায় নেই। বিশেষ পারিবারিক কারণে কোচ গৌতম গম্ভীরকে আচমকা দেশে ফিরতে হয়েছে। গতকালই তিনি নয়াদিল্লি ফিরেছেন। ১ ডিসেম্বর তাঁর নয়াদিল্লি থেকে অ্যাডিলেড রওনা হওয়ার কথা। জানা গিয়েছে, কোচ গম্ভীর অ্যাডিলেডে দলের সঙ্গে যোগ দেওয়ার পরই রাহুলের ব্যাটিং অর্ডার নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। ওপেনিং থেকে তিন নম্বরে রাহুলের প্রত্যাবর্তন এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে। তার আগেই মানুকা ওভালের মাঠে রাহুলকে তিন নম্বরে ব্যাটিং করিয়ে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।