কলকাতাঃ উৎসবের মরশুম শেষ। আর উৎসবের মরশুম শেষের পরই কলকাতায় শুরু হচ্ছে ক্রিকেট উৎসব।
১৪ নভেম্বর থেকে ইডেন গার্ডেন্সে শুরু হতে চলেছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ। সেই টেস্টের লক্ষ্যেই আগামী রবিবার কলকাতায় পৌঁছে যাচ্ছেন টেম্বা বাভুমারা। সোমবার থেকে ইডেনে অনুশীলন করার কথা দক্ষিণ আফ্রিকা দলের। আর সেদিনই রাতে কলকাতায় পা রাখতে চলেছে ভারতীয় ক্রিকেট দল।
স্যর ডন ব্র্যাডম্যানের দেশে টি২০ সিরিজ খেলতে এখন ব্যস্ত টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের চলতি টি২০ সিরিজের তিনটি ম্যাচ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সিরিজের ফল এখন ১-১। বাকি রয়েছে দুটি ম্যাচ। শনিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সূর্যকুমার যাদবদের শেষ টি২০ ম্যাচ। সেই ম্যাচের পরই ভারতীয় দল দেশে ফিরবে। টেস্ট দলের অধিনায়ক শুভমান গিলও সতীর্থদের সঙ্গে দেশে ফিরবেন। ফেরার পরই শুভমানকে চলে আসতে হবে কলকাতায়। ১৪ নভেম্বর থেকে শুরু হতে চলা ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। আগ্রহের মূলে অধিনায়ক শুভমান। টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়ক হওয়ার পর প্রথমবার ইডেনে খেলতে নামবেন গিল। শুধু তাই নয়, আগ্রহ রয়েছে ঋষভ পন্থকে কেন্দ্র করেও। দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা এখনও না হলেও ঋষভ ফিট। ইডেন টেস্টের ভারতীয় স্কোয়াডে তিনি থাকতে চলেছেন বলে খবর।

