উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুভেন্দু অধিকারীর ‘কনভয়ে’র ধাক্কায় চণ্ডীপুরে শেখ ইসরাফিল নামে এক যুবকের মৃত্যু হয়। এবার এই যুবকের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানালেন খোদ শুভেন্দুই। তিনি দ্বারস্থ হলেন কলকাতা হাই কোর্টে। মামলাকারীর দাবি, যে রুটে কনভয় যাচ্ছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে না রাজ্য। আগামী বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
গত ৪ মে, রাত ১০টা নাগাদ চণ্ডীপুরের কাছে শুভেন্দুর কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় শেখ ইসরাফিল নামে এক যুবকের মৃত্যু হয়। শুক্রবার সকালে ওই গাড়ির চালক আনন্দ পাণ্ডাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবারই জামিনে মুক্তি পান তিনি। এই ঘটনার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর গ্রেপ্তারের দাবিতে সরব হয় তৃণমূল। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা, সায়ন্তিকা ভট্টাচার্য, তন্ময় ঘোষ, জয়া দত্ত, সুদীপ রাহা-সহ অন্যান্য প্রতিনিধিরা। নিহতের পরিবারকে সমবেদনা জানানোর পাশপাশি আশ্বাস মতো ৫ লক্ষ টাকার চেক নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এই ঘটনায় শুভেন্দুর গ্রেপ্তারির দাবিতে সরব হয় তৃণমূল। একই দাবি করেন নিহতের পরিবারের লোকজনও। যদিও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘মৃত্যু নিয়ে অযথা রাজনীতি করছে তৃণমূল। শুভেন্দুর কনভয়ে থাকা গাড়ির ধাক্কাতেই যে ইসরাফিলের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত নয়। এই ঘটনায় গাড়িচালক ছাড়া আরও কেউ গ্রেপ্তার হয়নি’।