শনিবার, ২২ মার্চ, ২০২৫

চণ্ডীপুরে ‘কনভয়ে’ যুবকের মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু, শুনানি বুধবার  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুভেন্দু অধিকারীর ‘কনভয়ে’র ধাক্কায় চণ্ডীপুরে শেখ ইসরাফিল নামে এক যুবকের মৃত্যু হয়। এবার এই যুবকের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি জানালেন খোদ শুভেন্দুই। তিনি দ্বারস্থ হলেন কলকাতা হাই কোর্টে। মামলাকারীর দাবি, যে রুটে কনভয় যাচ্ছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে না রাজ্য। আগামী বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

গত ৪ মে, রাত ১০টা নাগাদ চণ্ডীপুরের কাছে শুভেন্দুর কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় শেখ ইসরাফিল নামে এক যুবকের মৃত্যু হয়। শুক্রবার সকালে ওই গাড়ির চালক আনন্দ পাণ্ডাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবারই জামিনে মুক্তি পান তিনি। এই ঘটনার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর গ্রেপ্তারের দাবিতে সরব হয় তৃণমূল। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা, সায়ন্তিকা ভট্টাচার্য, তন্ময় ঘোষ, জয়া দত্ত, সুদীপ রাহা-সহ অন্যান্য প্রতিনিধিরা। নিহতের পরিবারকে সমবেদনা জানানোর পাশপাশি  আশ্বাস মতো ৫ লক্ষ টাকার চেক নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

এই ঘটনায় শুভেন্দুর গ্রেপ্তারির দাবিতে সরব হয় তৃণমূল। একই দাবি করেন নিহতের পরিবারের লোকজনও। যদিও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘মৃত্যু নিয়ে অযথা রাজনীতি করছে তৃণমূল। শুভেন্দুর কনভয়ে থাকা গাড়ির ধাক্কাতেই যে ইসরাফিলের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত নয়। এই ঘটনায় গাড়িচালক ছাড়া আরও কেউ গ্রেপ্তার হয়নি’।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Jnanpith Award | ‘সর্বোচ্চ সাহিত্য সম্মান’, জ্ঞানপীঠ পুরস্কার পেলেন বিনোদ কুমার শুক্লা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান, ৫৯...

CM Mamata Banerjee | ‘সর্বক্ষণ যোগাযোগ থাকবে, ভালো থাকবেন’, লন্ডন সফরের আগে রাজ্যবাসীকে বার্তা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৈদ্যুতিক সাবস্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে...

Israel-Lebanon | লেবাননে ইজরায়েলের বিমান হানা, ‘নতুন যুদ্ধের আশঙ্কা’!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শনিবার দক্ষিণ লেবাননে ইজরায়েলের গোলাবর্ষণ...

Nagpur Violence | নাগপুরে হিংসার ঘটনায় গ্রেপ্তার আরও ১৪ জন, ৩টি নতুন এফআইআর দায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : নাগপুরে হিংসার ঘটনায় আরও...