ডিজিটাল ডেস্কঃ মতুয়া মেলায় রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছিলেন মতুয়া মহাসঙ্ঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। নিমন্ত্রণ রক্ষা করতে আজ ঠাকুরনগরের উদ্দেশ্যে সস্ত্রীক যাত্রা শুরু করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর(Jagdeep Dhankar)। কিন্তু মাঝপথেই তাঁর শরীর অসুস্থ হয়ে পড়ে এবং তিনি সোজা গাড়ি ঘুরিয়ে চলে আসেন কলকাতায়। রাজভবনে তাঁর চিকিৎসা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এসএসকেএম হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ড তৈরি করে রাজ্যপাল জগদীপ ধনকরের চিকিৎসা শুরু হয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজভবনে ফোন করে রাজ্যপালের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন বলে জানা যাচ্ছে। আপাতত রাজ্যপালের শারীরিক পরিস্থিতি কেমন থাকে, সে দিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুনঃ যোগীর কনভয় থেমে গেল মাঝরাস্তায়, কেন?