গঙ্গারামপুরঃ বিরল রোগের কাছেই হার মানলেন বিশ্বের অতিকায় মহিলা সিদ্দিকা পারভিন। বুধবার সকালে গঙ্গারামপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। সিদ্দিকার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গঙ্গারামপুর শহর জুড়ে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর।
বংশিহারি ব্লকের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা সিদ্দিকা পারভিন। পিটুইটারি গ্রন্থিতে টিউমারের কারণে ২৩ বছর বয়স থেকে সিদ্দিকার চেহারা দীর্ঘ হতে থাকে। তাঁর শারীরিক উচ্চতা ছিল ৮ ফুট ৩ ইঞ্চি। এবং ওজন প্রায় ১৬০ কেজি। বিরল রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই পাল্লা দিয়ে বাড়তে থাকে উচ্চতা-ওজন সঙ্গে খাবারের চাহিদাও। রোজ প্রায় ৫ কেজি চালের ভাত খাওয়ার চাহিদা মেটাতে হিমসিম খেতে হয় গরিব পরিবারটিকে। সিদ্দিকা এরপর ক্রমশ অসুস্থ হয়ে পড়েন। সাম্প্রতিক সিদ্দিকার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। গত এক সপ্তাহে সেই শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে। বুধবার সকালে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সিদ্দিকাকে ভর্তি করা হয়। সিদ্দিকার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক থাকার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে রেফার করা হয়। কিন্তু অন্য হাসপাতালে স্থানান্তরিত করার আগেই গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সিদ্দিকার মৃত্যু হয় বলে পরিবারের দাবি।
এই বিষয়ে সিদ্দিকার মামা মুক্তারুল ইসলাম জানান, সম্প্রতি বেশ কিছুদিন ধরে সিদ্দিকা শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। গত সাত দিন ধরে তার মলমূত্র ত্যাগ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় আজ সকালে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মুক্তারুলের অভিযোগ, গঙ্গারামপুর হাসপাতালে সিদ্দিকার চিকিৎসার গাফিলতি হয়েছে।
প্রসঙ্গত, সিদ্দিকা ২০১৩ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের দীর্ঘকায় মহিলা হিসেবে স্বীকৃতি পান। আট ফুট তিন ইঞ্চি উচ্চতা এবং ১৬০ কেজি ওজন ছিল সিদ্দিকার। বিগত দিনে অসুস্থতা জনিত কারণে দিল্লি এইমস এবং পরবর্তীতে কলকাতার পিজি হাসপাতালে তার চিকিৎসা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা আর করা গেল না।