বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

Siddiqullah Chowdhury | তৃণমূলের হাতে নিজের কেন্দ্রেই আক্রান্ত সিদ্দিকুল্লা! মন্ত্রী বললেন, ‘খুনের চেষ্টা’

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিজের বিধানসভা কেন্দ্রে আক্রান্ত রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Siddiqullah Chowdhury)! বৃহস্পতিবার এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মন্তেশ্বর (Manteswar) এলাকা। মন্ত্রীকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মন্ত্রীর গাড়িতে ভাঙচুর, কালো পতাকা দেখানো, ‘গো ব্যাক’ স্লোগান তোলারও অভিযোগ ওঠে।

মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। এদিন একুশে জুলাইয়ে প্রস্তুতি সভার আগে সেখানে গিয়েছিলেন তিনি। তাঁর কনভয় মালডাঙা এবং মন্তেশ্বর বাজার এলাকায় পৌঁছোতেই হাতে ঝাঁটা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন। তোলা হয় ‘গো ব্যাক’ স্লোগান। সেই সময় ইট-রড-লাঠি দিয়ে হামলা হয় মন্ত্রীর গাড়িতে। গাড়ি থেকে নামতেই মন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। দফায় দফায় চলে বিক্ষোভ। এরপরই মন্ত্রী গাড়িতে উঠে কুসুমডাঙার উদ্দেশে রওনা হন। সেই সময় রাস্তায় ফের তাঁর কনভয় আটকান বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, সিদ্দিকুল্লা গত চার বছর ধরে এলাকার খোঁজখবর রাখেননি। উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও কোনও কাজ হয়নি।

মন্ত্রীর অভিযোগ, মন্তেশ্বরের পঞ্চায়েত সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্ব এই বিক্ষোভ হচ্ছে। মন্ত্রীর এও দাবি, তাঁকে খুনের চেষ্টা হয়েছে। তাঁর গাড়িতে থাকা ছ’জন জখম হয়েছেন। তাঁরও হাতে চোট লেগেছে বলে দাবি করেছেন মন্ত্রী। এ বিষয়ে আহমেদের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। পুলিশের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন মন্ত্রী। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন বলেও জানিয়েছেন তিনি।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Kanchan Mullick | চিকিৎসককে বদলি করে দেওয়ার হুমকি! হাসপাতালে দাদাগিরির অভিযোগ কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চিকিৎসককে নিগ্রহের অভিযোগ উঠল অভিনেতা-বিধায়ক...

Seikh Hasina | বাহিনীকে গণহত্যার নির্দেশ দেন হাসিনাই! বিস্ফোরক অডিও রেকর্ড প্রকাশ্যে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জুলাই আগস্টে বাংলাদেশ জুড়ে গণবিক্ষোভের...

Gujarat News | রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন! গুজরাটে গম্ভীরা সেতু ভেঙে মৃতের সংখ্যা দাঁড়াল ১১

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বুধবার ভোরে গুজরাটের ভাদোদরা জেলায় ৪০...

Mamata Banerjee | রাজ্যে ফের বিনিয়োগের ভাবনা? মুখ্যমন্ত্রীর সঙ্গে টাটা সন্স চেয়ারম্যানের বৈঠকের পর জল্পনা   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নতুন নতুন শিল্প গড়ার লক্ষ্যে...