শিলিগুড়ি: সিকিমে দুর্ঘটনার (Sikkim Accident) কবলে সেনার গাড়ি। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে সিকিমের (Sikkim) পাকিয়ং জেলার (Pakyong) দালাপচাঁদ এলাকার কাছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জওয়ানের। তাঁরা সবাই পশ্চিমবঙ্গের বিনাগুড়ির ইএমসি ইউনিটের সদস্য বলে জানা গিয়েছে।
পেডং থেকে সিল্ক রুট ধরে জুলুক যাচ্ছিল সেনাবাহিনীর গাড়িটি। দালাপচাঁদের কাছে রেনক-রংলি রাজ্য সড়কে গাড়িটি রাস্তা থেকে পিছলে প্রায় ৭০০ থেকে ৮০০ ফুট নীচে খাদে পড়ে যায় বলে সূত্রের খবর। ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন প্রদীপ প্যাটেল, ডব্লিউ পিটার সিং, নাইক গুরসেব সিং, সুবেদার কে থাঙ্গাপাণ্ডি। তাঁদের মধ্যে প্রদীপ প্যাটেল ছিলেন গাড়ির চালক। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। পিটার মণিপুরের বাসিন্দা। গুরসেব হরিয়ানার এবং থাঙ্গাপাণ্ডি তামিলনাড়ুর বাসিন্দা। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
পার্বত্য রাজ্য সিকিমে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। সিংটামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় পর্যটকদের গাড়ি। কলকাতার পাঁচজন পর্যটকের একটি পরিবারকে নিয়ে শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল গাড়িটি। সাংখোলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবোঝাই গাড়িটি রানিখোলা নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির চালক এবং ৭২ বছর বয়সি কলকাতার বাসিন্দার।
তার আগে ২০২২ সালেও সেনাবাহিনীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। সেবার দুর্ঘটনায় ১৬ জওয়ান প্রাণ হারান। তার মধ্যে তিনজন আধিকারিক পদমর্যাদার ছিলেন। উত্তর সিকিমে ঘটেছিল সেই দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সেনাবাহিনীর গাড়ি।