উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পেট্রল পাম্পের পাশে দাঁড় করানো ছিল গাড়ি। আচমকাই পাহাড়ের ওপর থেকে নেমে এল পাথরের চাঁই। ভাগ্যক্রমে পর্যটকরা প্রাণে বেঁচে গেলেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সিকিমের বোজঘরির তিন মাইল এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনার সময় গাড়িটিতে কোনও পর্যটক ছিলেন না। ফলে প্রাণহানির ঘটনা ঘটেনি। মনে করা হচ্ছে কয়েকদিন ধরে বৃষ্টি ফলে পাহাড়ের ঢালে মাটি আলগা হয়ে যাওয়ায় এই ধস দেখা দিয়েছে।
শুধুমাত্র এখানেই নয়, সিকিমের আরও বেশ কয়েকটি জায়গায় ধসের খবর মিলেছে। জানা গিয়েছে, গতকাল রাত থেকে বৃষ্টির কারণে ধস নেমেছে পেলিং যাওয়ার পথে চার মাইল এলাকা ও সিকিমের এনএইচপিসি তিস্তা স্টেজ ফাইভ পাওয়ার হাউসের সামনে। ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্রটি। সিকিমে ধস নামার জেরে পর্যটকদের সমস্যা হচ্ছে এবং কিছু রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বলে খবর মিলেছে। আটকে থাকা পর্যটকদের ইতিমধ্যেই নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সকলেই সুরক্ষিত আছেন বলে সূত্রের খবর।