রাজ্য

স্পেনের প্রতিশ্রুতি নিয়ে শিল্প সম্মেলনের মঞ্চে নীরব সৌরভ, উঠছে প্রশ্ন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে আগামী ৩ বছরে রাজ্যে ২০ হাজার কোটি টাকার বিনিয়োগের কথা ঘোষণা করেছেন মুকেশ অম্বানি। অম্বানির মুখে এদিন শোনা গিয়েছে মমতা বন্দনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ‘সোনার বাংলা’ আজ লগ্নির আদর্শ ঠিকানা বলেও মন্তব্য করেছেন রিলায়েন্স কর্তা। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখ থেকে এদিন শোনা গেল না স্পেনে ঘোষিত শিল্প স্থাপনের প্রতিশ্রুতি নিয়ে একটি বাক্যও। তা নিয়ে উঠল প্রশ্ন।

মঙ্গলবার রাজ্যে শুরু হল বিশ্ব বঙ্গ বানিজ্য সম্মেলন। এই সম্মেলনে রিলায়েন্স কর্তা মুকেশ অম্বানি সহ ছিলেন দেশের নামজাদা বেশ কয়েকজন শিল্পপতি। ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এদিন মুকেশ অম্বানি রাজ্যে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেছেন। সেই সঙ্গে অন্য শিল্পপতিদের উদ্দেশে তাঁর আহ্বান, “বাংলা বিনিয়োগের আদর্শ জায়গা। আপনারা বাংলায় আসুন।” এদিন মুকেশের এমন মন্তব্যে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি বাংলায় বিদেশী বিনিয়োগ টানতে স্পেন সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেবারে মমতার সফরসঙ্গী হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পেনের বার্সেলোনায় শিল্প সম্মেলনের মঞ্চে সৌরভ ঘোষণা করেছিলেন বাংলায় তিনি শিল্প স্থাপন করবেন। তিনি জানিয়েছিলেন, মেদিনীপুরে ইস্পাত কারখানা তৈরি করতে আগ্রোহী। শালবনীতে জিন্দলদের থেকে ফেরত নেওয়া ১৫০০ একর জমি ইস্পাত কারখানার জন্য তাঁকে দিয়েছে রাজ্য সরকার।

তিনি আরও বলেছিলেন, “অনেকদিন ধরেই কাজ চলছিল। মমতা দি, দ্বিবেদী স্যর সকলেই খুব প্রশংসা করেছেন। ক্লিয়ারেন্স হয়ে গিয়েছে। কনস্ট্রাকশনের কাজও শুরু হয়ে যাবে। দু’টো প্লান্ট আরও আছে। একটা দুর্গাপুর আসানসোলে, আরেকটা পটনাতে। এটা মেদিনীপুরে হবে। নতুন প্রজন্ম, যুব সম্প্রদায়ের ওদের জন্যই বিনিয়োগ দরকার, বাংলায় বড় শিল্প আসা দরকার। আমার কাছে যুব সম্প্রদায় খুবই গুরুত্বপূর্ণ।”

স্পেনের সেই ঘোষণা নিয়ে এদিনের বিশ্ব বঙ্গ সম্মেলনে একটি বাক্যও ব্যয় করলেন না মহারাজ। এদিনের মঞ্চ থেকেই তাঁকে নিয়োগ পত্র দেওয়া হয়েছে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের। এদিন বক্তব্য রাখতে গিয়ে সৌরভ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়ণ নিয়ে খুবই আন্তরিক। যেকোনও বিষয়ে মেসেজ করলে এক মিনিটের মধ্যেই উত্তর দেন। বক্তব্যের শুরু থেকে শেষ ছিল মমতার প্রশংসায় ভরা।

তবে এদিনের সম্মেলনের মঞ্চে অনেকেই আশা করেছিলেন স্পেনে ঘোষিত লৌহ ইস্পাত শিল্প প্রকল্প নিয়ে কিছু বলবেন মহারাজ। কিন্তু তা না হওয়ায় হতাশ অনেকেই। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জলঘোলা হতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। তাহলে কি শিল্পপতি সৌরভের শালবনীতে শিল্প গড়ার প্রতিশ্রুতি বিশবাঁও জলে? এদিনের পর উঠতে শুরু করেছে প্রশ্ন।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Indian Student Protest in Canada |  কানাডায় হঠাৎ নিয়ম বদল, বিতারনের মুখে ভারতীয় পড়ুয়ারা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কানাডার (Canada) বুকে প্রিন্স এডওয়ার্ড দ্বীপে সমস্যার মুখে পড়েছেন ভারতীয় পড়ুয়ারা।…

6 mins ago

Alipurduar | শুকিয়ে গিয়েছে অধিকাংশ নদী-ঝোরা, জলসংকট বক্সার তিন গ্রামে

মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: পাহাড়ের বুক চিড়ে আসা অধিকাংশ নদী ও ঝোরা শুকিয়ে গিয়েছে। ফলে আলিপুরদুয়ারে…

42 mins ago

Lightning | বন্ধুদের সঙ্গে গল্পে মগ্ন অসিত, বাড়িতে নিথর দেহ ফিরতেই উঠল কান্নার রোল

গাজোল: বৃহস্পতিবার দুপুরে আদিনা (Adina) এলাকায় বজ্রাঘাতে (Lightning Strike) মৃত্যু হয় এক ছাত্রের। বছর ১৯…

42 mins ago

Mamata Banerjee | মঞ্চেই জুতো ছিঁড়ল মমতার, সেফটিপিন লাগিয়ে আদিবাসীদের সঙ্গে নৃত্যে পা মেলালেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নির্বাচনি প্রচারে গিয়ে জুতো ছিঁড়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সভার মাঝেই…

52 mins ago

Balurghat | শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে তাক লাগানো ফল, পাশে দাঁড়াল প্রশাসন

বালুরঘাট: ৮০ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে উচ্চমাধ্যমিকে (HS Result 2024) ৯২ শতাংশ নম্বর পেয়ে তাক…

1 hour ago

Abhijit Ganguly | মমতাকে নিয়ে ‘কুকথা’, অভিজিৎকে শোকজ করল নির্বাচন কমিশন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (CM Mamata Banerjee) নিয়ে লোকসভা ভোটের (Lok Sabha…

1 hour ago

This website uses cookies.