শিলিগুড়িঃ খদ্দের সেজে স্পা-তে ঢুকেছিলেন জনাকয়েক পুলিশকর্মী। বুঝতেই পারেননি স্পা-এর কর্মীরা। বিশেষ পরিষেবা দেওয়ার প্রস্তাব দিতেই বিপদে পড়ে যান কর্মীরা। স্পা-এর ম্যানেজার-কর্মীরা যখন বুঝতে পারেন খদ্দেরের বেশে এসেছে পুলিশ, তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ধরা পড়ে যায় পুলিশের হাতে। সেই সময়ই এক স্পা-এর ভিতরে বিশেষ কুঠুরির মধ্যে এক খদ্দের বিশেষ পরিষেবা নিচ্ছিলেন। তিনিও ধরা পড়ে যান হাতেনাতে। শুক্রবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটল মাটিগাড়ার একটি শপিং মলে থাকা স্পায়ে। এদিন পুলিশের বিশেষ টিম এসওজির হাতে ধরা পড়ে স্পা-এর ম্যানেজার, এক মহিলা কর্মী ও জলপাইগুড়ির বাসিন্দা এক খদ্দের। ধৃতদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
শিলিগুড়ির অদূরে থাকা মাটিগাড়ার ওই শপিং মলে একাধিক স্পা রয়েছে। সেখানে কয়েকটি সেই স্পায়ে আড়ালে দেহব্যবসা চলে বলে অভিযোগ। উত্তরবঙ্গ সংবাদে এসংক্রান্ত খবরও একাধিকবার প্রকাশ্যে এসেছে। এমনকি বিভিন্ন সময়ে পুলিশ একাধিকবার অভিযান চালিয়েও বন্ধ করা যায়নি দেহ ব্যবসা। শুক্রবার দুপুরে এসওজি-র অভিযানে সেটা ফের একবার স্পষ্ট হল। জানা গিয়েছে, এদিন দুপুরের দিকে এসওজির কয়েকজন সদস্য খদ্দের সেজে একটি স্পা-এর সামনে দাঁড়ায়। তাঁদের ক্রেতা ভেবে ভেতরে ঢুকিয়ে নেয় স্পা-এর এক মহিলা কর্মী। সেখানে তখন ম্যানেজারও উপস্থিত ছিলেন। এরপর কথাবার্তায় স্পা-এর আড়ালে আসর গল্পের কথা বেরিয়ে আসে। এরপরই নিজেদের পরিচয় দিয়ে স্পায়ের গোপনকুঠুরিতে তল্লাশি শুরু করেন এসওজি কর্মীরা। এরপরেই তাঁদের নজরে আসে এক যুবককে বিশেষ পরিষেবা দিচ্ছেন এক মহিলা কর্মী। তাঁদের আটক করে এসওজি। সেখান থেকে তিনজনকে আটক করে মাটিগাড়া পুলিশের হাতে তুলে দেয় এসওজি কর্মীরা। শনিবার ধৃতদের তোলা হবে শিলিগুড়ি আদালতে।