পারমিতা রায়, শিলিগুড়ি : বন্ধুত্বের ২৫ বছর উদযাপনে বিশেষ উদ্যোগ নিচ্ছেন শিলিগুড়ির নেতাজি উচ্চবিদ্যালয়ের কয়েকজন প্রাক্তনী। সেই ক্লাস ফাইভে পড়ার সময় থেকে তাঁদের বন্ধুত্ব। তারপর নিজের ছন্দে এগিয়েছে সময়। কিন্তু কিংকর চট্টোপাধ্যায়, রিক্তম দাস, অসীম চক্রবর্তীর মতো প্রাক্তনীদের বন্ধুত্ব আজও অটুট। সেই বন্ধুত্বের এবার রজত জয়ন্তী। আর তা উদযাপনে প্রাক্তনীরা রক্তদান শিবির আয়োজন করতে চলেছেন। এখন তার প্রস্তুতি চলছে জোরকদমে। ২৩ ফেব্রুয়ারি শিবিরটি আয়োজিত হবে বলে খবর।
কৈশোরে স্কুলে পড়ার সময় অনেকের সঙ্গেই আমাদের বন্ধুত্ব হয়। কিন্তু জীবন যত এগোতে থাকে, ক্রমশ কমতে থাকে সেই বৃত্ত। ছোটবেলায় যাদের সঙ্গে একসঙ্গে পড়াশোনা, খেলাধুলো, ওঠাবসা, সময়ের সঙ্গে সঙ্গে কোথাও যেন হারিয়ে যেতে থাকে তারা। সম্পর্ক হতে থাকে ফিকে। তবে কিছু কিছু বন্ধুত্ব রয়ে যায় আজীবন। ঠিক যেমনটা কিংকর, রিক্তম, অসীমদের ক্ষেত্রে হয়েছে। তাঁরা আজ নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তবে নিজেদের মধ্যে যোগাযোগটা রয়ে গিয়েছে বরাবরের মতো।
বন্ধুত্বের ২৫ বছর একটু অন্যরকমভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছেন কিংকররা। ২৩ তারিখ সকালে তাঁরা স্কুল চত্বরে রক্তদান শিবির আয়োজন করবেন। স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও এই কর্মসূচিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
পেশায় বেসরকারি সংস্থার কর্মী কিংকরের কথায়, ‘অনেকেই অনেক দিবস, উদযাপন করেন। কিন্তু আমরা বন্ধুত্বের ২৫তম বর্ষ উদযাপন করব বলে ঠিক করেছি।’ অসীম চক্রবর্তী জানালেন, সমাজের স্বার্থেই তাঁদের এই উদ্যোগ। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্কুল কর্তৃপক্ষও।