প্রিয়দর্শিনী বিশ্বাস, শিলিগুড়ি: রাস্তার ওপর রাখা একটি টেবিল। তাতে রয়েছে অনেকগুলো পুরোনো জামাকাপড়। একটি ব্যানারে লেখা রয়েছে ‘প্রয়োজনীয়তার ভিত্তিতে যে কেউ এই জামাকাপড় বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন।’ শিলিগুড়ি পুরনিগমের ১৬ নম্বর ওয়ার্ডের হাকিমপাড়ার পালপাড়া মোড়ের সামনে জগদীশচন্দ্র বসু রোড এলাকায় নজরে আসবে জামাকাপড় রাখা এই টেবিলটি। টেবিলের আশপাশে কেউ না থাকায় অনেকেই স্বচ্ছন্দে পছন্দমতো জামাকাপড় তুলে নিচ্ছেন। কেউ ছেলের জন্য, কেউ বা নাতনির জন্য আবার কেউ নিজের জন্যই। সপ্তাহে একদিন, শুধু রবিবারেই দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এই পরিষেবা জারি থাকে।
এই মানবিক উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি (Siliguri) শহরের প্রবীণ নাগরিকদের একটি সংগঠন ‘মানবিক মুখ’। এভাবেই প্রায় দু’মাস ধরে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের তরফে রথীন পাল বলেন, ‘আমাদের সংগঠনে ৫৫ থেকে ৮৫ বয়সের নাগরিকরা রয়েছেন। আমাদের সংগঠনের সদস্য বা তাঁদের পরিচিত মানুষদের কাছ থেকে পুরোনো কিন্তু ব্যবহারের যোগ্য জামাকাপড় সংগ্রহ করি। এরপর সেগুলো রবিবার করে এই জায়গায় টেবিলে রেখে দিই।’ তাঁর আরও সংযোজন, সেখানে তাঁরা নিজেরা কেউ উপস্থিত থাকেন না। কারণ এতে মানুষ বিব্রত বোধ করতে পারেন। দাতা-গ্রহীতার সম্পর্ক তাঁরা গড়তে চান না। মানুষের একটু উপকার হোক শুধু সেটুকুই তাঁরা চান বলে জানিয়েছেন।
আদপেই তাঁদের এই কাজ তাঁরা আড়ালেই সারছেন এটা বোঝা গেল তখন যখন ওই জামাকাপড়ের টেবিল দেখে আশপাশের দোকানে খোঁজ নেওয়া হলেও এই টেবিল কারা রেখে গেল বলতে পারছিলেন না তাঁরাও।
জামাকাপড়ের টেবিল থেকে জামা তুলে নিচ্ছিলেন এক বৃদ্ধা। তাঁর কথায়, ‘খুব ভালো কাজ। একটা জ্যাকেট নিলাম। ভাবতে পারিনি এভাবে রাস্তায় একটা জ্যাকেট পেয়ে যাব। এই শীতে খুব কাজে লাগবে আমার ছেলের।’
এই কাজের পাশাপাশি আরও নানা সমাজসেবামূলক কাজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সৃজনশীল কাজ করে থাকেন এই সংগঠনের বিজন ঘোষ, শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, নিখিল বিশ্বাস, শ্রীপদ দাস সহ অন্যরা।
সংগঠনের আরেক সদস্য রথীন পালের কথায়, ‘আমাদের একটি ছোট ক্লাব আছে যেখানে আমরা সকলে আড্ডা দিই। সংগঠনের সদস্যরা ছাড়াও শহরের আরও অনেক প্রবীণও আসেন আমাদের ক্লাবে আড্ডা দিতে। আমরা আমাদের সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।’