Tuesday, January 21, 2025
HomeMust-Read NewsSiliguri | বাড়িতে ডেকে ধর্ষণ করেছেন রাজগঞ্জের এসআই! পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ শিলিগুড়ির...

Siliguri | বাড়িতে ডেকে ধর্ষণ করেছেন রাজগঞ্জের এসআই! পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ শিলিগুড়ির তরুণীর

শুভঙ্কর চক্রবর্তী এবং শমিদীপ দত্ত, শিলিগুড়ি : রক্ষকই ভক্ষকের ভূমিকায়। এবার পুলিশের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ উঠল। জলপাইগুড়ির রাজগঞ্জ থানার এসআই সুব্রত গুনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন শিলিগুড়ির এক তরুণী। শুক্রবার সন্ধ্যায় অভিযুক্ত এসআই থানার অদূরে তাঁর বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তরুণীকে ধর্ষণ এবং শারীরিক অত্যাচার করেছেন বলে রাতে শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ জানাতে গিয়ে থানাতেই অসুস্থ হয়ে পড়েন তরুণী। বারবার বমি করতে থাকেন। রাত ১টা নাগাদ পুলিশই তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করায়। ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের অন্দরে। ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তরুণীর মা।

রাতে টেলিফোনে অভিযোগ প্রসঙ্গে এসআই গুন-এর সাফাই, ‘অভিযোগের কথা শুনেছি। আমাদের বড় সাহেবও থানায় এসেছেন। ওই বিষয়েই আলোচনা করছি। মেয়েটি পূর্বপরিচিত। ওর কাছে টাকা পেতাম, তাই হয়তো এসব করছে।’ এদিন মেয়েটির সঙ্গে তাঁর মাও মহিলা থানায় এসেছিলেন। মায়ের বক্তব্য, ‘যে আমার মেয়ের সর্বনাশ করেছে, তার কঠিন শাস্তি চাই।’

নির্যাতিতার কথায়, ‘অভিযোগ চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। বারবার বললেও আমার শারীরিক পরীক্ষা করাতে চাইছে না পুলিশ। আমি অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি চাই।’

পুলিশ সূত্রে খবর, নির্যাতিতা তরুণী একটি বেসরকারি সংস্থায় কর্মরত। অভিযোগপত্রে তিনি লিখেছেন, অভিযুক্ত এসআই কিছুদিন আগে তাঁকে ফোন করে জানান, তরুণীর নামে থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেইজন্য থানায় যেতে হবে। তারপর কিছুদিন থেকে নানা অছিলায় অভিযুক্ত তাঁকে দেখা করতে বলতেন। গতকাল অভিযুক্ত তাঁর বাড়িতে দেখা  করতে বলেন তরুণীকে।

শুক্রবার সন্ধ্যায় তরুণী রাজগঞ্জ থানার উলটো দিকে থাকা অভিযুক্ত এসআই-এর বাড়িতে গেলে সেখানেই তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শারীরিক নির্যাতনের কথা কাউকে জানালে অভিযুক্ত পরিবার সহ তাঁকে প্রাণে মারার হুমকিও দিয়েছেন বলে জানিয়েছেন তরুণী।

রাতে তিনি বলেছেন, ‘মহিলা থানায় গেলেও অভিযোগ না নিয়ে দীর্ঘক্ষণ আমাকে অসুস্থ অবস্থায় বসিয়ে রাখা হয়। একসময় রাজগঞ্জে যেতে বলা হয়।’ এরপর থানাতেই চিৎকার করে কাঁদতে থাকেন নির্যাতিতা। শেষপর্যন্ত একপ্রকার বাধ্য হয়েই অভিযোগ গ্রহণ করে পুলিশ। পুলিশের কোনও আধিকারিকই রাতে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি।

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

East Bengal | সুপার সিক্সের আশা কার্যত শেষ, মানছে ইস্টবেঙ্গল

0
কলকাতা: গোয়া তাঁর ব্যক্তিগত জীবনে অনেক সুখের মুহূর্ত তৈরি করে দিলেও শেষপর্যন্ত এদেশে অস্কার ব্রুজোঁর কোচিংয়ের দ্বিতীয় ইনিংসকে সুখকর হতে দিল না। একইসঙ্গে রবি-রাতে...

Atul Subhash Case | মায়ের কাছেই থাকবে অতুল সুভাষের শিশুপুত্র, জানাল শীর্ষ আদালত

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মী অতুল সুভাষের আত্মহত্যার ঘটনায় (Atul Subhash Case) ‘কাঠগড়ায়’ তাঁর প্রাক্তন স্ত্রী। এই অবস্থায় কার কাছে থাকবে তাঁদের...

Saif Ali Khan | অটোয় সইফকে নিয়ে হাসপাতালে ছুটেছিলেন! কত টাকা পুরস্কার পেলেন সেই চালক?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত বুধবার রাতে বান্দ্রায় নিজের বাড়িতেই ছুরিকাহত হন বলিউড অভিনেতা সইফ আলি খান (Saif Ali Khan)। তবে ঘটনার পর রক্তাক্ত...

Asansol | জলের পাইপলাইন বসাতে গিয়ে বিপত্তি, মাটি চাপা পড়ে মৃত্যু ৩ শ্রমিকের

0
সালানপুর ও আসানসোল: জলের পাইপলাইন বসাতে গিয়ে বিপত্তি। মাটি চাপা পড়ে মৃত্যু হল তিন শ্রমিকের। জখম আরও একজন। মঙ্গলবার ঘটনাটি ঘটে আসানসোলের (Asansol) সালানপুর...

Hindenburg Research | জালিয়াতির জালে হিন্ডেনবার্গের কর্ণধার! কেন এমন সম্ভাবনা?

0
অটোয়া: আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারদরে কারচুপির অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছিল আমেরিকার শর্ট সেলিং সংস্থা ‘হিন্ডেনবার্গ রিসার্চ’। যারা সাধারণত কোনও সংস্থা সম্পর্কে খারাপ রিপোর্ট...

Most Popular