খড়িবাড়ি: ফের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল শিলিগুড়ি (Siliguri) মহকুমার খড়িবাড়িতে। ১০ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগে (Rape Case) সোমবার রাতে এক যুবককে গ্রেপ্তার করেছে খড়িবাড়ি পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। একের পর এক ধর্ষণের ঘটনায় মেয়েদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির (Kharibari) একটি চা বাগান এলাকায়। ওই যুবকের স্ত্রীর অভিযোগ, ওই নাবালিকাকে হিমাচলপ্রদেশ থেকে খড়িবাড়িতে বাড়ির কাজের জন্য নিয়ে আসে ওই যুবক। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ অভিযুক্তের স্ত্রী শোবার শোওয়ার ঘরের পাশে দু’জনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। নাবালিকাকে জোর করে তাঁর স্বামী ধর্ষণ করেন বলে অভিযোগ। গতকাল রাতে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এদিন ধৃতকে আদালতে পাঠানোর পাশাপাশি নাবালিকার মেডিকেল টেস্ট করা হয়েছে। নাবালিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।
সম্প্রতি খড়িবাড়ি ব্লকের একটি গ্রামে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। পরিবারের দাবি, ঘটনাটি ঘটে গত বুধবার। এরপর শনিবার খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগের ভিত্তিতে রবিবার পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। একজন অভিযুক্তকে দু’দিনের পুলিশ হেপাজত এবং বাকিদের জেল হেপাজতের নির্দেশ দেয় আদালত।
নাবালিকার পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার রাত ৮টা নাগাদ বাড়ির কাছে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিল ওই নাবালিকা। তার সঙ্গে ছিল দুই ভাইবোন। সেই সময় অভিযুক্তরা নাবালিকার মুখ চেপে ধরে পাশের একটি পাম্পহাউসে নিয়ে যায়। সেখানে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে পরিবারের দাবি।