Monday, July 1, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গSiliguri | স্থানীয়দের বিক্ষোভে জায়গা বদল এফডব্লিউএম প্রকল্পের, সিদ্ধান্ত শিলিগুড়ি মহকুমা প্রশাসনের...

Siliguri | স্থানীয়দের বিক্ষোভে জায়গা বদল এফডব্লিউএম প্রকল্পের, সিদ্ধান্ত শিলিগুড়ি মহকুমা প্রশাসনের    

খড়িবাড়ি: ফ্রিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ মল প্রক্রিয়াকরণ প্রকল্পের জন্য চিহ্নিত জমিতে সরকারি সাইনবোর্ড লাগাতে এসে তুমুল বিক্ষোভের মুখে পড়ল শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। ঘন্টা চার বিক্ষোভের জেরে অবশেষে প্রকল্পটি মহকুমার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। তবে সরকারি জমিটিতে রাজ্য সরকারের বোর্ড লাগান হয়।

খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডুমুরিয়া নদীর ধারে ১১ একর জমি ফ্রিকেল ম্যানেজমেন্টের জন্য চিহ্নিত করে শিলিগুড়ি মহকুমা পরিষদ। শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ চিহ্নিত সরকারি জমিতে বোর্ড লাগাতে যায় শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ, খড়িবাড়ি বিডিও দীপ্তি সাউ, খড়িবাড়ি থানার ওসি মনতোষ সরকার সহ বিশাল পুলিশ বাহিনী। সরকারি জমির বোর্ড লাগাতে গেলে এলাকার মানুষ সেখানে বোর্ড লাগাতে বাধা দেয়। কারন, ফ্রিকেল ম্যানেজমেন্টের চিহ্নিত ওই জমির পাশেই চলছে খড়িবাড়ি ব্লকের সলিড ও লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। যদিও সলিড ও লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি বর্তমানে মুখ থুবড়ে পড়েছে। অবৈজ্ঞানিকভাবে এবং সঠিক পরিচালনার অভাবে প্রকল্পটি পাঁচ মাস ধরে বন্ধ। এলাকাবাসীর বক্তব্য, এমনিতেই সলিড ও লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের দুর্গন্ধে এলাকাবাসীর বাড়িতে থাকতে পারে না। মাছির উপদ্রপ বেড়েছে। তার উপর যদি শিলিগুড়ি মহকুমার মল প্রক্রিয়াকরনের প্রকল্প শুরু হয় তবে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে বলে আশঙ্কা বিক্ষোভকারীদের। তাদের দাবি, ওই সরকারি জমিতে যে কোনও পরিবেশ বান্ধব প্রকল্প করা হোক, কিন্তু কোনওভাবে ফ্রিকেল ম্যানেজমেন্ট প্রকল্প করতে দেওয়া হবে না। এছাড়া ১১ একর সরকারি জমিতে কিছু মানুষের বসবাসের জন্য পাট্টা প্রদানের দাবি করেন বিক্ষোভকারীরা।

দীর্ঘক্ষণ দফায় দফায় বিক্ষোভের পর সভাধিপতি সহ অন্যান্য আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেন ফ্রিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি ওখানে করা হবে না। বিক্ষোভকারীদের তরফে বিক্ষোভস্থলেই একটি স্মারকলিপি দেওয়া হয়। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, ‘গ্রামবাসীদের বক্তব্য ন্যায্য মনে হয়েছে। গ্রামবাসী চাইছে পরিবেশ বান্ধব প্রকল্প। পাশাপাশি ৩০-৩৫টি পরিবার ওই জমিতে পাট্টার দাবি জানিয়েছেন। সরকারি জায়গায় সরকারি প্রকল্পের কাজ হবে। সরকারি জমির বোর্ড লাগানো হয়েছে।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Chopra Assault Case | ‘ঘৃণাভাষণ’ দেওয়ার অভিযোগ! চোপড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ শংকরের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চোপড়ায় যুগলকে মারধরের ঘটনায় (Chopra Assault Case) ‘ঘৃণাভাষণ’ দিয়েছেন তৃণমূলের বিধায়ক (TMC MLA) হামিদুল রহমান (Hamidul Rahman)। এই অভিযোগে শিলিগুড়ি...

Elephant attack | হাতির হানা অব্যাহত নাগরাকাটায়, ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি

0
নাগরাকাটা: হাতির হানা অব্যাহত নাগরাকাটায়। শনিবারের পর রবিবার গভীর রাতেও দলছুট হাতি তাণ্ডব চালায় সুখানি বস্তিতে। এলাকার বাবুলাল ওরাওঁ এবং সুনীল সাঁওতালদের দুটি বাড়ি...

NHRC | ‘বিচ্ছিন্ন ঘটনা নয়’, চোপড়াকাণ্ডে রিপোর্ট চাইল মানবাধিকার কমিশন, এলাকায় যাবে প্রতিনিধি দল

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চোপড়ার ঘটনায় সক্রিয় জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। এবার রাজ্যের মুখ্যসচিব ও ডিজির কাছে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠাল তাঁরা। এক সপ্তাহের...

Siliguri | নিয়ন্ত্রিত বাজারে বেআইনি কারবার, সবজির আড়ালে শিলিগুড়ি থেকে বিহারে মদ পাচার

0
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: সবজির গাড়িতে চাপিয়ে বিহার সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় মদ পাচার হচ্ছে। আর এই কারবার চালিয়ে একটি চক্র লক্ষ লক্ষ টাকা রোজগার...

Darjeeling | নেহরু রোডে ফুটপাথে ব্যবসা বন্ধে পদক্ষেপ দার্জিলিং পুরসভার

0
শিলিগুড়ি: রাজ্যজুড়ে চলা উচ্ছেদ অভিযানের প্রভাব এবার দার্জিলিংয়েও। শৈল শহরের নেহরু রোডের ফুটপাথে মঙ্গলবার থেকে কোনও ব্যবসায়ী বসতে পারবেন না বলে রবিবার মাইকে প্রচার...

Most Popular