রাজ্য

Siliguri | স্থানীয়দের বিক্ষোভে জায়গা বদল এফডব্লিউএম প্রকল্পের, সিদ্ধান্ত শিলিগুড়ি মহকুমা প্রশাসনের

খড়িবাড়ি: ফ্রিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ মল প্রক্রিয়াকরণ প্রকল্পের জন্য চিহ্নিত জমিতে সরকারি সাইনবোর্ড লাগাতে এসে তুমুল বিক্ষোভের মুখে পড়ল শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। ঘন্টা চার বিক্ষোভের জেরে অবশেষে প্রকল্পটি মহকুমার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। তবে সরকারি জমিটিতে রাজ্য সরকারের বোর্ড লাগান হয়।

খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডুমুরিয়া নদীর ধারে ১১ একর জমি ফ্রিকেল ম্যানেজমেন্টের জন্য চিহ্নিত করে শিলিগুড়ি মহকুমা পরিষদ। শনিবার সকাল সাড়ে এগারোটা নাগাদ চিহ্নিত সরকারি জমিতে বোর্ড লাগাতে যায় শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, কর্মাধ্যক্ষ কিশোরী মোহন সিংহ, খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না রায় সিংহ, খড়িবাড়ি বিডিও দীপ্তি সাউ, খড়িবাড়ি থানার ওসি মনতোষ সরকার সহ বিশাল পুলিশ বাহিনী। সরকারি জমির বোর্ড লাগাতে গেলে এলাকার মানুষ সেখানে বোর্ড লাগাতে বাধা দেয়। কারন, ফ্রিকেল ম্যানেজমেন্টের চিহ্নিত ওই জমির পাশেই চলছে খড়িবাড়ি ব্লকের সলিড ও লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। যদিও সলিড ও লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি বর্তমানে মুখ থুবড়ে পড়েছে। অবৈজ্ঞানিকভাবে এবং সঠিক পরিচালনার অভাবে প্রকল্পটি পাঁচ মাস ধরে বন্ধ। এলাকাবাসীর বক্তব্য, এমনিতেই সলিড ও লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের দুর্গন্ধে এলাকাবাসীর বাড়িতে থাকতে পারে না। মাছির উপদ্রপ বেড়েছে। তার উপর যদি শিলিগুড়ি মহকুমার মল প্রক্রিয়াকরনের প্রকল্প শুরু হয় তবে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে বলে আশঙ্কা বিক্ষোভকারীদের। তাদের দাবি, ওই সরকারি জমিতে যে কোনও পরিবেশ বান্ধব প্রকল্প করা হোক, কিন্তু কোনওভাবে ফ্রিকেল ম্যানেজমেন্ট প্রকল্প করতে দেওয়া হবে না। এছাড়া ১১ একর সরকারি জমিতে কিছু মানুষের বসবাসের জন্য পাট্টা প্রদানের দাবি করেন বিক্ষোভকারীরা।

দীর্ঘক্ষণ দফায় দফায় বিক্ষোভের পর সভাধিপতি সহ অন্যান্য আধিকারিকরা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নেন ফ্রিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি ওখানে করা হবে না। বিক্ষোভকারীদের তরফে বিক্ষোভস্থলেই একটি স্মারকলিপি দেওয়া হয়। শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, ‘গ্রামবাসীদের বক্তব্য ন্যায্য মনে হয়েছে। গ্রামবাসী চাইছে পরিবেশ বান্ধব প্রকল্প। পাশাপাশি ৩০-৩৫টি পরিবার ওই জমিতে পাট্টার দাবি জানিয়েছেন। সরকারি জায়গায় সরকারি প্রকল্পের কাজ হবে। সরকারি জমির বোর্ড লাগানো হয়েছে।’

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

Siliguri | প্রধান থেকে আধিকারিক কেউই নেই! পঞ্চায়েত অফিসে অচলাবস্থা

মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: তীব্র অচলাবস্থা চালু হয়েছে শিলিগুড়ির (Siliguri) ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতে। বর্তমানে পরিষেবা নিতে…

2 mins ago

Jalpaiguri | সরকারি জমি জবরদখল রুখতে বসল সাইনবোর্ড

নাগরাকাটা: পড়ে থাকা সরকারি জমিতে (Govt Land) সাইনবোর্ড লাগিয়ে দেওয়ার কাজ শুরু হয়ে গেল জলপাইগুড়ি…

19 mins ago

Pigeon Racing | আজও পায়রা দৌড়ের আয়োজন করেন রায়গঞ্জের রাজকুমার, কীভাবে হয় এই দৌড়?

রায়গঞ্জ: রাজ্যের বিভিন্ন জায়গায় আজও শোনা যায় অভিনব পায়রা দৌড়ের কথা। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা…

23 mins ago

Leopard Fear | এলাকায় ঘুরছে চিতাবাঘ! পায়ের ছাপ দেখে আতঙ্কে কাঁটা গ্রাম

নীলাংশু চক্রবর্তী, উছলপুকুরি: অজানা জন্তুর পায়ের ছাপ ঘিরে চিতাবাঘের আতঙ্ক (Leopard Fear) ছড়াল বাসিন্দাদের মধ্যে।…

36 mins ago

Chopra Assault Case | ‘ঘৃণাভাষণ’ দেওয়ার অভিযোগ! চোপড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ শংকরের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চোপড়ায় যুগলকে মারধরের ঘটনায় (Chopra Assault Case) ‘ঘৃণাভাষণ’ দিয়েছেন তৃণমূলের বিধায়ক…

1 hour ago

Elephant attack | হাতির হানা অব্যাহত নাগরাকাটায়, ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি

নাগরাকাটা: হাতির হানা অব্যাহত নাগরাকাটায়। শনিবারের পর রবিবার গভীর রাতেও দলছুট হাতি তাণ্ডব চালায় সুখানি…

2 hours ago

This website uses cookies.