শিলিগুড়ি : শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের বিরুদ্ধে উন্নয়নে বাধা দেওয়ার অভিযোগ তুললেন মেয়র গৌতম দেব। পাশাপাশি বিধায়ক শহরের উন্নয়ন নিয়ে শুধু রাজনীতি করছেন বলেও তাঁর অভিযোগ। ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার উন্নয়নে সেখানকার বিজেপি বিধায়ক এবং জলপাইগুড়ির সাংসদ কোনও কাজ করছেন না বলে শনিবার গৌতম দেব মন্তব্য করেছেন।
এদিন টক টু মেয়র কর্মসূচিতে শহরের সংযোজিত এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডের বেহাল রাস্তা নিয়ে মানুষ ফোন করে অভিযোগ করেন। গৌতম তাঁদের প্রত্যেককেই বলেন, ‘আমরা সাধ্যমতো সব ওয়ার্ডে রাস্তা, নিকাশি, পানীয় জল সরবরাহ ব্যবস্থা ভালো করার কাজ করছি। কিন্তু আপনাদের ওখানে (ডাবগ্রাম-ফুলবাড়ি) তো আমাকে হারানো হয়েছে। বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছেন। লোকসভা ভোটেও জয়ন্ত রায় আমাদের প্রার্থীকে হারিয়ে জিতেছেন। তাঁদের ভূমিকা কী বলুন তো? তাঁরা আপনাদের জন্য কোনও কাজ করছেন? আমি তো শুনেছি, ওঁদের এলাকায় দেখাই যায় না। ওঁদের আপনারা কেন চেপে ধরছেন না?’
এদিন স্টেশন ফিডার রোড থেকে এক ব্যক্তি ফোন করে রাস্তা সম্প্রসারণের জেরে জলের পাইপ লাইন নষ্ট হয়েছে বলে নালিশ করেন। সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে মেয়র বলেন, ‘ওই রাস্তা সম্প্রসারণ নিয়ে স্থানীয় বিধায়ক অনেক বড় বড় কথা বলছেন। গাছ কাটার বিরোধিতা করছেন। আমরা কিন্তু বেশিরভাগ গাছ পুনর্স্থাপন করেছি। বিধায়ক অযথা কিছু না বুঝে উন্নয়নে বাধা দিচ্ছেন।’
তাঁর সংযোজন, ‘শালুগাড়ার দিকে জাতীয় সড়ক সম্প্রসারণ করতে প্রচুর গাছ কাটা হচ্ছে। সেখানে তো বিধায়ক গিয়ে বাধা দিচ্ছেন না। শিলিগুড়ির উন্নয়ন করতে চান বলে বিধায়ক সব জায়গায় বলছেন। অথচ সঠিক পদ্ধতি মেনে জেলা শাসককে প্রস্তাব পাঠাচ্ছেন না। রাজনীতি না করে উন্নয়নে নজর দেওয়া উচিত।’ বিধায়ক শংকর ঘোষ অবশ্য মেয়রের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।