Exclusive

Siliguri | শিলিগুড়িকে পরিচ্ছন্ন রাখতে উদ্যোগ, সপ্তাহে দু’দিন ওয়ার্ডে ওয়ার্ডে ‘স্পেশাল ড্রাইভ’

রাহুল মজুমদার, শিলিগুড়ি: শিলিগুড়ি (Siliguri) শহরকে আরও বেশি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবার সপ্তাহে দু’দিন করে ওয়ার্ড ধরে ধরে স্পেশাল ড্রাইভ চালাবে শিলিগুড়ি পুরনিগম (Siliguri Municipal Corporation)। প্রতি সপ্তাহে শুক্র এবং শনিবার বিভিন্ন ওয়ার্ডে চলবে স্পেশাল ড্রাইভ। নিকাশি সাফাই থেকে শুরু করে জঞ্জাল অপসারণ, সবকিছু হবে একই দিনে। ওয়ার্ড কমিটির আগাম রিপোর্টের ভিত্তিতে কাজ করবে পুরনিগমের জঞ্জাল অপসারণ বিভাগ। সংশ্লিষ্ট বিভাগের মেয়র পারিষদ মানিক দে’র বক্তব্য, ‘শহর পরিষ্কার রাখতে আমরা এখন নাইট শিফটেও শহর থেকে আবর্জনা তুলছি। এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওয়ার্ডে ওয়ার্ডে স্পেশাল ড্রাইভ হবে। প্রতি সপ্তাহের রিপোর্ট নিয়ে আমি নজর রাখছি।’

শিলিগুড়ি পুরনিগমে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর শহরের জঞ্জাল অপসারণ (Garbage Cleaning) ব্যবস্থা আরও উন্নত করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। নতুন টিপার ট্রাক থেকে শুরু করে আর্থমুভার কেনা হয়েছে। প্রচুর সাফাইকর্মী নিয়োগ করা হয়েছে। এছাড়া নিয়োগ করা হয়েছে ওয়ার্ডভিত্তিক সুপারভাইজার। পাশাপাশি যে সমস্ত সুপারভাইজার, ওয়ার্ড মাস্টার দীর্ঘদিন একই ওয়ার্ডে ছিলেন, কিন্তু কোনও কাজ করছিলেন না, তাঁদের অন্যত্র বদলি করা হয়েছে।

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, শহরে এখন তিনবেলা জঞ্জাল অপসারণ করা হচ্ছে। উৎসবের দিনে চার থেকে পাঁচ শিফটে জঞ্জাল অপসারণ করা হয়। শহরের নিকাশিনালাগুলি বেশিরভাগই আর্থমুভার দিয়ে পরিষ্কার করা হচ্ছে। এরপরও একাধিক ওয়ার্ড থেকে নিকাশি বেহাল, জঞ্জাল অপসারণ নিয়ে টক টু মেয়রে ফোন আসছিল। তাই পুরনিগমের সংশ্লিষ্ট বিভাগ সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে সপ্তাহে দুইদিন ওয়ার্ড ধরে ধরে স্পেশাল ড্রাইভ চালানো হবে।

কী হবে এই স্পেশাল ড্রাইভে? কোন ওয়ার্ডের কোন এলাকা, কোন নিকাশির সাফাইয়ের প্রয়োজন, শহরের সমস্ত ওয়ার্ড কমিটি সেই রিপোর্ট দেবে জঞ্জাল অপসারণ বিভাগকে। এরপর সেই বিভাগ সিদ্ধান্ত নেবে কোন ওয়ার্ডে আগে স্পেশাল ড্রাইভ হবে। ড্রাইভের দিন ওয়ার্ডের সাফাইকর্মীরা তো থাকবেনই, সেই সঙ্গে পুরনিগম ও বরো থেকে বাড়তি সাফাইকর্মী এবং টিপার, আর্থমুভারও রাখা হবে। সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে শহরের ২৪, ১৫ নম্বর সহ একাধিক ওয়ার্ডে স্পেশাল ড্রাইভ হয়েছে। ভালো সাড়া মেলায় আগামীতে সমস্ত ওয়ার্ডে এই ড্রাইভ চালানোর সিদ্ধান্ত হয়েছে।

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

CFL 2024 | কলকাতা ফুটবল লিগে ভবানীপুরের কাছে আটকে গেল মোহনবাগান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভবানীপুরের কাছে আটকে গেল মোহনবাগান সুপার জায়ান্টস। কলকাতা ফুটবল লিগের প্রথম…

14 mins ago

Chopra Assault Case | চোপড়াকাণ্ডে অভিযুক্ত জেসিবিকে চেনেন ? কেন তার এই নাম? জানুন তার কীর্তিকলাপ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চোপড়ায় যুগলকে মারধরে অভিযুক্ত তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবি। ভাইরাল হওয়া…

19 mins ago

Alipurduar | ভুটান পাহাড় থেকে নামা নদী-ঝোরা নিয়ে ভাবনা, শুরু সমীক্ষা

মণীন্দ্রনারায়ণ সিংহ, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার (Alipurduar) জেলার তোর্ষা, বাসরা, জয়ন্তী, রায়ডাক সহ ভুটান (Bhutan) পাহাড় থেকে…

20 mins ago

Mass Wedding | অনন্ত-রাধিকার বিয়ের আগে ৫০ যুগলের চারহাত এক হল, নেপথ্যে মুকেশ আম্বানি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকটা দিন বাকি। আগামী ১২ জুলাই সাত পাঁকে বাঁধা…

23 mins ago

Sonakshi Sinha | জাহির না-পসন্দ! সোনাক্ষীর বিয়েতে অনুপস্থিতির কারণ জানালেন দাদা লব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) ও…

31 mins ago

Chopra Assault case | চোপড়াকাণ্ডে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা! বিধায়ক হামিদুল রহমানকে শোকজ করল তৃণমূল

চোপড়া: চোপড়াকাণ্ডে হামিদুল রহমানকে শোকজ করল তৃণমূল। তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন,…

60 mins ago

This website uses cookies.