Tuesday, October 8, 2024
HomeExclusiveSiliguri news | পড়শিদের যৌন নির্যাতনের শিকার ১০ বছরের নাবালক! হইচই এলাকায় 

Siliguri news | পড়শিদের যৌন নির্যাতনের শিকার ১০ বছরের নাবালক! হইচই এলাকায় 

মিঠুন ভট্টাচার্য, শিলিগুড়ি: আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনায় (RG Kar Incident) উত্তাল রাজ্য। পথে পথে প্রতিবাদ চলছেই। এমন আবহে রাজ্যজুড়ে একাধিক ধর্ষণের ঘটনা সামনে এসেছে। তবে, এবার শিউড়ে ওঠার মতো ঘটনা ঘটল নিউ জলপাইগুড়ি থানা এলাকায় (Siliguri news)। পড়শিদের যৌন নির্যাতনের (sexual abuse) শিকার হতে হল ১০ বছরের এক নাবালককে। শুক্রবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়েছে।

আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই নাবালক। বিষয়টি যাতে প্রকাশ্যে না আসে তারজন্য পরিবারটির ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল বলেও অভিযোগ। নাবালকের মা বলছেন, ‘পুলিশের তরফে বিষয়টি সংবাদমাধ্যমকে বলতে নিষেধ করা হয়েছে। আমরা দোষীদের চরম শাস্তি চাই।’

পরে অবশ্য চাপে পড়ে ভারতীয় ন্যায় সংহিতার পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। স্থানীয় তিন নাবালককে গ্রেপ্তারও করা হয়েছে। জলপাইগুড়ি জুভেনাইল আদালতের নির্দেশে ১৫-১৭ বছরের সেই তিন অভিযুক্ত নাবালক একটি হোমে রয়েছে।

নাবালকের মায়ের অভিযোগ অবশ্য মানতে নারাজ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি (জোন-১) দীপক সরকার। তাঁর বক্তব্য, ‘পরিবারটি কেন এমন বলছে জানি না। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে সকল অভিযুক্তকে ধরা হয়েছে। পুলিশের তরফে এমন কিছু বলার কথা নয়।’

অভিযোগ, প্রায় এক মাস ধরে নাবালককে যৌন নির্যাতন করা হচ্ছিল। নাবালকের কাকা জানিয়েছেন, কখনও খাবারের লোভ দেখিয়ে, কখনও ভয় দেখিয়ে ভাইপোকে যৌন নির্যাতন করা হয়েছে। গত বুধবার দুপুর একটা নাগাদ এলাকার একটি ফাঁকা জায়গায় একই ঘটনার পুনরাবৃত্তি হয়। বিষয়টি তাঁর নজরে এলে ভাইপোকে উদ্ধার করে আনেন। এরপর অভিযুক্ত তিন নাবালকের বাড়িতে বিষয়টি বলতে যান আক্রান্ত নাবালকের কাকা এবং ঠাকুরদা। অভিযোগ, অভিযুক্ত এক নাবালকের পরিবারের লোকেরা নির্যাতিতর কাকা ও ঠাকুরদাকে বেধড়ক মারধর করে। এদিকে, বিকেল থেকেই নির্যাতিত নাবালকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি স্থানীয় একটি মহল ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে প্রতিবেশীদের কয়েকজন জানিয়েছেন। সেদিনই সমস্ত ঘটনার বিবরণ জানিয়ে নাবালকের বাবা নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে নাবালকের অবস্থা অনেকটাই স্থিতিশীল। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাঃ সঞ্জয় মল্লিক বলছেন, ‘শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর বিভিন্ন নমুনা সংগ্রহ করে ফরেন্সিকে পাঠানো হয়েছে।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Durga Puja 2024 | পুজোর কদিনও কি মেনটেন হবে ডায়েট? কীভাবে চলবে খাওয়া-দাওয়া?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুজোয় জমিয়ে খাওয়া দাওয়ার মাঝেই শরীরের দিকেও নজরটা যাতে থাকে। তাই ডায়েট মেনটেন করতে ভুলে গেলে চলে কীভাবে? ডায়েট মানে...

Zakir Naik । ইসলামিক সমাজেও কেন শিশু ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ ঘটে?’ তরুণীর প্রশ্নে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ফের বিতর্কে জড়ালেন ইসলামী ধর্মগুরু জাকির নায়েক। বর্তমানে পাকিস্তান সফরে রয়েছেন জাকির। সেখানেই এক অনুষ্ঠানে হাজির তরুণীর প্রশ্নের মুখে মেজাজ...

Dipa Karmakar | অবসর ঘোষণা দীপা কর্মকারের, ৩১ শেই বড় সিদ্ধান্ত তারকা জিমন্যাস্টের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৩১ বছর বয়সেই অবসরের সিদ্ধান্ত নিলেন দেশের অন্যতম সেরা জিমন্যাস্ট( gymnast) দীপা কর্মকার। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজের...

Sunita Williams | আমেরিকার নির্বাচনে মহাকাশ থেকেই ভোট দেবেন সুনীতা উইলিয়ামস, কীভাবে?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইতিহাস সৃষ্টি করতে চলেছেন সুনীতা উইলিয়ামস(Sunita Williams)। আসন্ন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে(US Presidential election) নিজের ভোট তিনি দেবেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন...

Gujarat | তীর্থযাত্রী বোঝাই বাস উলটে গেল গুজরাতে, মৃত ৩

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অম্বাজি মন্দির দর্শনে গিয়েছিলেন পুন্যার্থীরা। ফেরার পথে সেই তীর্থযাত্রী বোঝাই বাস উলটে যায় গুজরাতের বনসকাঁটা জেলায়(Banaskantha district)। ঘটনায় মৃত্যু হয়েছে...

Most Popular