Thursday, February 13, 2025
HomeExclusiveSiliguri news | টোটো সমস্যা সমাধানে পদক্ষেপ, জট কাটাতে চার রংয়ের ব্যবস্থা 

Siliguri news | টোটো সমস্যা সমাধানে পদক্ষেপ, জট কাটাতে চার রংয়ের ব্যবস্থা 

ভাস্কর বাগচী, শিলিগুড়ি: টোটো (Toto) নিয়ে এবার স্থায়ী সমাধানের রাস্তায় হাঁটতে চলেছে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ। ইতিমধ্যেই শহরে নম্বরবিহীন টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। বিশেষ করে শহরের ব্যস্ততম রাস্তা দিয়ে নম্বরবিহীন টোটো যাতে না চলাচল করে সেই জন্য শহরের (Siliguri news) রবীন্দ্রনগর মোড়, হাতি মোড় সহ বেশ কিছু পাড়ায় ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্রাফিক পুলিশ সূত্রে খবর, টোটো সমস্যার স্থায়ী সমাধানের এটা প্রথম পদক্ষেপ। এর পরবর্তীতে টোটোগুলিকে চারটি জোনে ভাগ করার পাশাপাশি প্রতিটি জোনে চলাচলকারী টোটো আলাদা রং করারও পরিকল্পনা রয়েছে। শুধু তাই নয়, টোটোর গায়ে বারকোড রাখার ব্যবস্থা কথা মাথায় রয়েছে পুলিশের। যে বারকোডের মাধ্যমে সহজেই টোটোর সম্পর্কে বিস্তারিত তথ্য সাধারণ মানুষ জানতে পারবেন।

নম্বরবিহীন টোটোর জন্য যানজট মোকাবিলা করা যাচ্ছে না বলে অভিযোগ উঠতেই ফের টোটোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে শিলিগুড়ি ট্রাফিক পুলিশ।

এই এলাকা দিয়ে প্রচুর স্কুল ছাত্রছাত্রী যাতায়াত করায় তারা টোটোয় উঠে সমস্যায় পড়ছে। যদিও এই বিষয়ে নরম মনোভাব দেখাতে রাজি নয় ট্রাফিক পুলিশ। বরং নম্বরবিহীন টোটোর চলাচলের উপর আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এবার নম্বর থাকা টোটোগুলিকে ৪টি জোনে ভাগ করা হবে। এক জোনের টোটো অন্য জোনে প্রবেশ করতে পারবে না। কোন টোটো কোন জোনের সেটা বোঝার জন্য প্রতিটি জোনের টোটোর আলাদা রং করা হচ্ছে। যার ফলে সহজেই বোঝা যাবে এক জোনের টোটো অন্য জোন বা অন্য রুটে ঢুকে পড়ছে কি না। শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের ডিসিপি (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুরের কথায়, ‘আমরা টোটো সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা শুরু করেছি। প্রাথমিক পদক্ষেপ হিসেবে নম্বরবিহীন টোটো শহরে প্রবেশ বন্ধ করা হয়েছে। পরবর্তীতে রেজিস্টার্ড টোটো নিয়ে ট্রাফিকের বেশ কিছু পরিকল্পনা রয়েছে, যা ধাপে ধাপে কার্যকরী করা হবে।’

ইতিমধ্যে শহরে যানজট সমস্যা মোকাবিলা নিয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে বেশ কয়েকদফায় আলোচনা হয়েছে পুরনিগমে। বিশেষ করে রেজিস্টার্ড টোটো ও নম্বরবিহীন টোটো নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তার যাতে দ্রুত সমাধান হয়, সেই ব্যাপারে শিলিগুড়ি পুরনিগমের তরফেও বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। মেয়র গৌতম দেব বলেন, ‘একেকজন ব্যক্তি ৭-৮টা করে টোটো কিনে লোককে দিয়ে চালাচ্ছেন। তাঁদের কোনও লাইসেন্স নেই, টোটোর রেজিস্ট্রেশনও নেই। এভাবে তো চলতে দেওয়া যায় না। সরকারের একটা পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতি মেনে টোটোকে চলতে হবে শহরে।’

এদিকে, রবিবার সারাদিনে শিলিগুড়ি (Siliguri) শহরের বিভিন্ন এলাকায় নম্বরবিহীন বেশ কিছু টোটোকে আটক করা হয়েছে। জংশন এলাকায় এদিন সন্ধ্যার পর থেকে প্রায় ২০টিরও বেশি নম্বরবিহীন টোটো আটক করেছিলেন শিলিগুড়ি ট্রাফিক পুলিশকর্মীরা।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular