শিলিগুড়িঃ অপরাধ মূলক কার্যকলাপ সংগঠিত করার পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ। শুক্রবার গভীর রাতে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত মোড়বাজার এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হয় আট দুষ্কৃতী।
জানা গিয়েছে, গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে, মোড় বাজার সংলগ্ন একটি মাঠে জমায়েত হয়েছে জনাকয়েক যুবক। সেই খবরের ভিত্তিতে সেখানে হানা দেয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। পুলিশের গাড়ি দেখেই ধৃতরা পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ দুষ্কৃতীদের তাড়া করে প্রত্যেককেই পাকড়াও করতে সক্ষম হয়। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি ধারাল অস্ত্র।
পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন, ধৃতদের নাম আকাশ সাহানি, সূর্য রায়, বিকি বর্মন, দেবু রায়, কেশব ঘোষ, ভারত বর্মন, কৃষ তামাং এবং মহম্মদ আলম। এরা সকলেই এনজেপি থানার অন্তর্গত এলাকার বাসিন্দা। এদিন রাতে এই দুষ্কৃতীরা অপরাধমূলক কার্যকলাপ করার ছক কষছিল। শনিবার ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে।