তমালিকা দে, শিলিগুড়ি: ইউপিএসসি’র কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট (UPSC Combined Geo-Scientist) পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেন শিলিগুড়ির (Siliguri) জয়দীপ রায়। অন্যদিকে, সর্বভারতীয় তালিকায় সপ্তম স্থানে রয়েছেন এই শহরেরই অপর মেধাবী সৌভিক সাহা। তাঁদের কৃতিত্বে পরিবারের লোকজন তো বটেই, গর্বিত শহরবাসীও।
শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের জয়দীপ ছোট থেকে কোনওদিনও ঘড়ি ধরে পড়াশোনা করেননি। ২০১৭ সালের মাধ্যমিকে দাজিলিং জেলায় তৃতীয় স্থান অধিকার করেছিলেন তিনি। চলতি বছর আইআইটি বম্বে থেকে অ্যাপ্লায়েড জিওলজি নিয়ে এমএসসি পাশ করেছেন ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জয়দীপ। তিনি বলেন, ‘প্রিলিমিনারি, মেইনস ও ইন্টারভিউ- তিনটি পর্বে হয়েছে পরীক্ষা। সোমবার চলতি বছরের জিও সায়েন্টিস্ট পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়। সর্বভারতীয় এই পরীক্ষায় যে একেবারে প্রথম হব তা ভাবিনি।’ ছেলের সাফল্যে গর্বিত জয়দীপের বাবা পলাশচন্দ্র রায়। তাঁর কথায়, ‘এত কঠিন পরীক্ষায় আমার ছেলে প্রথম হয়েছে, তা ভেবে খুবই আনন্দ হচ্ছে। ছোট থেকে ও কোনওদিন পড়াশোনায় ফাঁকি দেয়নি।’
অন্যদিকে, এই পরীক্ষায় দেশে সপ্তম হয়েছেন সৌভিক সাহা। তিনি আইআইটি খড়্গপুরের প্রাক্তনী। ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌভিক বললেন, ‘এখন শুধু চাকরিতে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছি।’ তাঁর সাফল্যে উচ্ছ্বসিত বাবা সাধনচন্দ্র সাহা ও মা শুক্লা সাহা।