শিলিগুড়ি: রাজাহাওলি খুনের ঘটনায় শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির (Siliguri) নিউ জলপাইগুড়ি (এনজেপি) (NJP) এলাকা। এদিন সকালে বাসিন্দারা বিচার চেয়ে এনজেপি থানা (New Jalpaiguri Police Station) ঘেরাও করেন। দীর্ঘক্ষণ সেখানে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশের বিরুদ্ধে তদন্তের গাফিলতির অভিযোগ তুলে স্লোগান দিতে থাকেন মৃতের পরিজন ও স্থানীয় বাসিন্দারা। ঘটনায় আগে থেকেই থানা চত্বরে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা ছিল।
এদিন থানা চত্বরে দাঁড়িয়ে পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন মৃত মহম্মদ জহুরির আত্মীয়রা। তাঁদের অভিযোগ, অভিযুক্তরা এখনও অধরা রয়েছে। আক্রান্ত পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। এদিন দীর্ঘক্ষণ থানার সামনে বিক্ষোভ দেখানোর পর বাস ভর্তি বাসিন্দা জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেন।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর এনজেপি রাজাহাউলিতে জুয়ার আসরে গণ্ডগোলকে কেন্দ্র করে খুন হন মহম্মদ জহুরি (৬৫) নামে এক ব্যক্তি। স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে জহুরিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় লাগাতার উত্তপ্ত হয়ে উঠেছে এনজেপি এলাকা। ঘটনার তদন্ত করছে পুলিশ (Police)।