Exclusive

Siliguri | সিংগিং বারে ঝামেলা, চোট পেলেন মেয়র পারিষদ

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: সিংগিং বারে ঝামেলার মধ্যে পড়ে মাথায় আঘাত পেলেন শিলিগুড়ির (Siliguri) মেয়র পারিষদ কমল আগরওয়াল। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে সেবক রোডের একটি শপিং মলে। কমল থানায় অভিযোগ দায়ের না করলেও আঘাত পাওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বলছেন, ‘আমি অনেক রাতে সেবক রোডে বন্ধুর হোটেলে গিয়েছিলাম। সেই সময় সেখানে নাচ, গান শেষ হয়ে গিয়েছিল। দু’-তিনজন বসেছিল। সেখান থেকেই একজন আচমকা হোটেলের কর্মীদের গালিগালাজ শুরু করে। একটা একটা করে জিনিস এদিক-ওদিকে ছুড়তে শুরু করে। সেখানকারই একটা এসে আমার মাথায় লাগে। এর বেশি কিছু হয়নি।’

কমলের দাবি যদি সত্যিই হয়ে থাকে, তাহলে অভিযুক্তের বিরুদ্ধে কেন তিনি থানায় গেলেন না সেই প্রশ্ন উঠেছে। পাশাপাশি, মেয়র পারিষদই যদি বারে গিয়ে ঝামেলার শিকার হন, তাহলে সাধারণের নিরাপত্তা কোথায় তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁর দল তৃণমূল কংগ্রেসের নেতারা।

পুলিশ সূত্রে খবর, ঘটনার পর একজনকে আটক করা হয়েছিল। তবে, অভিযোগ দায়ের না হওয়ায় মঙ্গলবার সকালে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি নিয়ে তৃণমূলের কেউ প্রকাশ্যে মুখ খুলতে চাননি। তবে ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলছেন, ‘এমন খবর আমার জানা নেই, খোঁজ নেব।’

ওই রাতে কমলের সঙ্গে সিংগিং বারে ঢুকেছিলেন আরও এক মেয়র পারিষদ। সূত্রের খবর, সেখানেই নাচ-গান চলাকালীন কারও সঙ্গে কমলের কথা কাটাকাটি হয়। এরপর পিছন থেকে কেউ কমলের মাথায় আঘাত করে। প্রথমে বাউন্সার দিয়ে দু’পক্ষকে আলাদা করে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু বারের মালিক কমলকে চিনতে পারেন। তিনি সঙ্গে সঙ্গে তাঁকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান। মেয়র পারিষদকে মারে বেগতিক হতে পারে বুঝে বার কর্তৃপক্ষের তরফেই ভক্তিনগর থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে একজনকে আটক করে নিয়ে যায়। কমলের সঙ্গে যে মেয়র পারিষদ ছিলেন, তাঁকে ফোন করে ঝামেলার প্রসঙ্গ তুলতেই তাঁর সাফাই, ‘আমি ওখানে ছিলাম না। কমলের সঙ্গে আমার তিন-চারদিন ধরে দেখা বা কথা হয়নি। ওই বারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করলেই সমস্ত বিষয় জানা যাবে। আমাকে এসবের মধ্যে জড়াবেন না।’

বারে গিয়ে অবশ্য এই প্রথম বিতর্কে জড়ালেন না কমল। এর আগেও শিলিগুড়ির একটি বারে তাঁর নাচের ভিডিও ভাইরাল হয়েছিল, যা নিয়ে শহরজুড়ে তুমুল হইচই পড়েছিল।

Sushmita Ghosh

Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Dinhata | সীমান্তে গোরু পাচার! দিনহাটায় বিএসএফের গুলিতে জখম ১

দিনহাটা: বিএসএফের (BSF) গুলিতে জখম হলেন এক গোরু পাচারকারী। ঘটনাটি ঘটেছে দিনহাটার (Dinhata) গিতালদহ সীমান্ত…

26 mins ago

Ebrahim Raisi | রাইসির মৃত্যুর নেপথ্যে ষড়যন্ত্র! বিতর্কের মাঝেই মুখ খুলল ইজরায়েল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রবিবার চপার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ইরানের (Iran) প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির (Ebrahim…

35 mins ago

Abhijit Gangopadhyay | মুখ্যমন্ত্রী সম্পর্কে কুমন্তব্য! অভিজিতের প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে কুমন্তব্য! তমলুকের বিজেপি প্রার্থী তথা…

41 mins ago

Srijan Bhattacharya | সুজন চক্রবর্তীর পর সৃজন ভট্টাচার্য! যাদবপুরের বাম প্রার্থীর প্রচারে ইটবৃষ্টি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য (CPIM Srijan Bhattacharya) প্রচারে হামলা। মঙ্গলবার…

52 mins ago

Teesta River | লোনাক বিপর্যয়ে পলি পড়ে তিস্তাগর্ভ দেড় মিটার উঁচু, বিপদের শঙ্কা

পূর্ণেন্দু সরকার, জলপাইগুড়ি: গত বছর সিকিম বিপর্যয়ে (Sikkim Disaster) সমতলে তিস্তাগর্ভ দেড় মিটার উঁচু হয়েছে।…

1 hour ago

Indian railways | বিনা টিকিটের যাত্রী ধরতে বিশেষ পরিকল্পনা উত্তর-পূর্ব সীমান্ত রেলের

শিলিগুড়ি: বিনা টিকিটের যাত্রী ধরতে বিশেষ পরিকল্পনা নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল। এবার থেকে চলন্ত ট্রেনের…

2 hours ago

This website uses cookies.