শিলিগুড়িঃ বাড়ির ভেতরে ঢুকে হাতের সামনে মিলেছিল আইফোন। দামি সেই আইফোন পেয়ে লোভ সামলাতে পারেনি চোর। ভেবেছিল, আইফোনের দাম অনেক, তাই ভালো টাকাতেই হয়ত বিক্রি হবে। তবে সেই আইফোন চুরি করে যে সে বড় বিপত্তিতে পড়বে সেটা অবশ্য ভাবতে পারেনি। শেষমেষ সুযোগ বুঝে সেই মোবাইল মালিকের বাড়ির সামনে ফেলেই পগারপার হল চোর। মাসখানেক আগে সেই আইফোন চুরি যাওয়ার পর মাটিগাড়া থানায় অভিযোগ দায়েরও করেছিল প্রকৃত আইফোন মালিক। তবে মাসখানেক পর বাড়ির সামনে হঠাৎ সেই আইফোন পেয়ে অভিযোগ তুলে নিতে এসেছিলেন মোবাইলের প্রকৃত মালিক। মুখে স্বস্তির হাসি নিয়ে বললেন, ‘হয়ত ওই চোর লক খুলতেই পারেনি, তাই মোবাইল ফেরত দিয়ে চলে গিয়েছে।’
শহর শিলিগুড়ির থানাগুলোতে নিয়মিত চুরির অভিযোগ জমা পড়ছে। চুরির সামগ্রী উদ্ধার করতে গিয়ে রীতিমতো মাথার ঘাম পায়ে পড়ছে পুলিশ কর্মীদের। তবে এবারের ঘটনা একেবারেই অন্য ধরণের। খোদ চোরই ফেরত দিয়ে চলে গেল চুরির মোবাইল। এমনই ‘বিরল’ অভিজ্ঞতা সাক্ষ্মী থাকলেন বানিয়াখালির বাসিন্দা দাওয়া নরবুলা লামা। তিনি বলেন, ‘চুরির ঘটনাটি ঘটেছিল গত মার্চ মাসের ১৯ তারিখ। সেদিন বাড়ি থেকেই হঠাৎ মোবাইলটি উধাও হয়ে গিয়েছিল। এরপর বহু খোঁজাখুঁজির পরও মোবাইল না পেয়ে বুঝে গিয়েছিলাম, কেউ আমার মোবাইল চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে।’ এরপর দাওয়া নরবুলা লামা মাটিগাড়া থানাতেও দ্বারস্থ হন। যদিও দিনের পর দিন গেলেও মোবাইলের কোনও খোঁজ না পেয়ে মন খারাপ হয়ে যায় ওই মোবাইল মালিকের।
এদিন বছর পঁয়ত্রিশের ওই তরুণ বলছিলেন, ‘খুব পছন্দের মোবাইল ছিল ওটা। মাঝেমধ্যেই থানায় এসে ওই মোবাইলের খোঁজ করতাম।’ যদিও সোমবার বিকেলে বাড়ির দরজা খুলতেই আচমকা ওই চুরি যাওয়া মোবাইল দেখে স্তম্ভিত হয়ে যান দাওয়া। আবেগতাড়িত হয়ে তিনি বলছিলেন, ‘প্রথমে ভেবেছিলাম। ভুল দেখছি। তারপর মোবাইলটা হাতে নিয়ে বুঝলাম, সত্যি আমি আমার ফোনটা ফিরে পেয়েছি। হয়ত ওই চোর মোবাইল চালাতে পারেনি কিংবা কাউকে বিক্রি করতে পারেনি, তাই হয়ত দিয়ে গিয়েছে।’ পুলিশকর্মীদের কথায়, আইফোনের আইডি ভাঙা খুবই কঠিন। কারণ, ফেস আইডি না মিললে মোবাইল খুলবে না। প্রাইভেসি সেটিং এতটাই শক্তিশালী। শুধু চোরেদের নয়, আইফোন হারিয়ে গেলে কিংবা চুরি হলে সমস্যায় পড়ে পুলিশও। কারণ অ্যান্ড্রয়েড ফোন চুরি হলে, সেটার আইএমইআই নম্বর দিয়ে ট্র্যাকিং করা গেলেও আইফোন হারিয়ে গেলে সেটার ট্র্যাকিং করা সম্ভব হয় ওঠে না।