Friday, January 17, 2025
HomeExclusiveSiliguri | টেস্ট পেপারে প্রশ্ন ফাঁস রোধে পরামর্শ 

Siliguri | টেস্ট পেপারে প্রশ্ন ফাঁস রোধে পরামর্শ 

সাগর বাগচী, শিলিগুড়ি: প্রশ্নপত্র ফাঁস আটকাতে মোবাইলে ‘না’ মধ্যশিক্ষা পর্ষদের। পরীক্ষাকেন্দ্রে যাতে পরীক্ষার্থীরা মোবাইল ফোন নিয়ে না আসে, তার জন্য অভিভাবকদের সচেতন করে তুলতে চাইছে পর্ষদ। যে কারণে টেস্ট পেপারকে হাতিয়ার করা হয়েছে। পাশাপাশি, বিশেষ নজর রাখা হচ্ছে মালদায় (Malda)। বৃহস্পতিবার শিলিগুড়ির (Siliguri) দীনবন্ধু মঞ্চে মাধ্যমিক পরীক্ষার ‘হেড এগজামিনার’-দের নিয়ে বৈঠক হয়। যেখানে উপস্থিত হয়ে অভিভাবকদের সচেতন করার বিষয়টি তুলে ধরেন পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।

তিনি বলছেন, ‘অভিভাবকদের সচেতন করতে আমরা বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছি। বাচ্চারা যাতে মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে না আসে, তা দেখার জন্য অভিভাবকদের আবেদন করা হয়েছে। অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করতে তাঁদের উদ্দেশে টেস্ট পেপারে আলাদা পৃষ্ঠায় পরীক্ষার্থীরা যাতে মোবাইল না নেয়, তা উল্লেখ করা হয়েছে। কেননা ১৫ থেকে ১৬ বছরের একজন পরীক্ষার্থী রোজগার করে মোবাইল কিনতে পারে না।’

মাধ্যমিক (Secondary Exam) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে অতীতে অনেকবার রাজ্য সরকারের ‘নাক কাটা’ গিয়েছে। প্রশ্নপত্র ফাঁস রুখতে গত বছর থেকে প্রশ্নপত্রে কিউআর কোড, সিরিয়াল নম্বর চালু করা হয়েছে। গত বছর মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের যেই ঘটনা হয়েছিল, তার মধ্যে প্রথমে ছিল মালদা জেলা। মোবাইল নিয়ে আসায় গত বছর ৪৫ জনের সমস্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল। মোবাইল না নিয়ে আসার বিষয়টি নিয়ে স্কুলগুলির সামনে পোস্টারিংও করা হয়েছিল। পর্ষদ সভাপতির বক্তব্য, ‘প্রশ্নপত্র ফাঁস করিয়ে বাইরের কিছু লোক পরীক্ষা প্রক্রিয়াটি বিঘ্নিত করার চেষ্টা করছে। বাচ্চাদের প্রলোভন দেখিয়ে, ভুল বুঝিয়ে চক্রের মধ্যে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এমনটা বন্ধ করতে ৪২ দিন যাবৎ প্রতিটা জেলায় প্রশাসন ও শিক্ষকদের নিয়ে বৈঠক করেছি। মালদার ওপর বাড়িত নজর রয়েছে।’

এবছর মাধ্যমিক ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সকাল ১০.৪৫ মিনিট প্রশ্নপত্র বিতরণ করা হবে। ১১টা থেকে পরীক্ষা শুরু হয়ে ২টা পর্যন্ত চলবে পরীক্ষা। তবে পরীক্ষাকেন্দ্রগুলিতে নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা থাকছে। সুরক্ষা সুনিশ্চিত করতে ডিস্ট্রিক্ট মনিটরিং টিম সার্ভে করবে। যেখানে স্কুলগুলির ‘ফিটনেস’ দেখা হবে। পাশাপাশি পরীক্ষার মূল্যায়ন যাতে ভালোভাবে হয় সেদিকে বাড়তি নজরদারির কথাও পর্ষদ সভাপতি জানিয়েছেন।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Leopard death | ফের গতির বলি! বেঙ্গল সাফারি পার্কে এনেও বাঁচানো গেল না জখম...

0
বাগডোগরা: হাজার প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো গেল না গাড়ির ধাক্কায় গুরুতর জখম চিতাবাঘটিকে। বৃহস্পতিবার রাতে বাগডোগরা-ঘোষপুকুর সড়কের মাঝে গয়াগঙ্গা চা বাগানের সামনে চিতাবাঘটিকে গাড়ি চাপা...

Raiganj | মুখ্যমন্ত্রীর ছবি হাতে প্রাথমিক বিদ্যালয় সংসদে যোগ দিলেন চেয়ারম্যান

0
রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদে বসলেন মহম্মদ নাজিমুদ্দিন আলি। এদিন দুপুরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে নিয়ে মিছিল করে...

Gurap rape-murder case | ৫৫ দিনের মাথায় গুড়াপ ধর্ষণ-খু্নে ফাঁসির সাজা, জন্মদিনেই বিচার পেল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জন্মদিনেই বিচার পেল নির্যাততা। হুগলির গুড়াপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-খুনের ঘটনায় দোষীকে ফাঁসির সাজা শোনাল আদালত। ঘটনার ৫৫ দিনের মাথায়...

Recipe | রাঁধুন ঝরঝরে ভুনা খিচুড়ি, দেখুন রেসিপি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃষ্টি পড়লেই যে খিচুড়ি খেতে হবে তার কি কোনও মানে আছে? ইচ্ছে হলেই বানিয়ে নিতে পারেন খিচুড়ি। তবে খিচুড়ি খেতে...

Bjp | দিল্লি দখলে ‘রেউড়ি রাজনীতি’-ই ভরসা বিজেপির, মহিলাদের মাসে ২৫০০, প্রবীণদের বিমার প্রতিশ্রুতি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহিলাদের ভোটকে ভরসা করেই দিল্লি দখলের স্বপ্ন দেখছে পদ্ম শিবির। দলের ইস্তেহার প্রকাশ করে এদিন মহিলাদের জন্য নানা প্রকল্পের প্রতিশ্রুতি...

Most Popular