উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায়। সোমবার ভোরে ঘটনাটি ঘটে শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের ৪ নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর এলাকায়।
এদিন ভোরে দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। একাধিক বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। টোটো ভাঙচুর করা হয়। চলে ইটবৃষ্টি। ঘটনায় দু’পক্ষের কয়েকজন জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ির থানার বিশাল পুলিশবাহিনী (Police)। পৌঁছান শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। এছাড়াও রয়েছেন ডেপুটি কমিশনার (সদর) তন্ময় সরকার সহ পদস্থ কর্তারা। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে। কোনওরকম গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ কমিশনার।
জ্যোতিনগরের ঘটনার পর গোটা শহরজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। শহরের স্পর্শকাতর এলাকাগুলিতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরের বক্তব্য, ‘শহর শান্ত রয়েছে। কেউ কোনও গুজবে কান দেবেন না। পদস্থ পুলিশকর্তারা রাস্তায় রয়েছে। আমি নিজে রাস্তায় রয়েছি।’
এদিকে মুর্শিদাবাদে গণ্ডগোলের জেরে রাজ্যের ২৩ জন দক্ষ পুলিশকর্তাকে সেখানে পাঠানোর কথা ছিল।তালিকায় ছিলেন শিলিগুড়ি কমিশনারেটের এসিপি রবীন থাপা। রাজ্যের জরুরি তলবে তিনিও চারদিনের জন্য মুর্শিদাবাদ যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু শিলিগুড়ির জ্যোতিনগর এলাকায় গণ্ডগোলের জন্য তাঁকে রিলিজ দেওয়া হয়নি বলে জানা গিয়েছে।