শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের (Siliguri Municipal Corporation) বিরুদ্ধে এবার আদালতে জনস্বার্থ মামলা করতে চলেছেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ (Shankar Ghosh)। কী করে পুরনিগম রিপোর্ট না পেয়েই মহানন্দার জল পান করিয়েছে তা জানতে চাইবেন তিনি। পাশাপাশি আগামী ২ তারিখের মধ্যে শিলিগুড়িতে জল সমস্যার (Siliguri water crisis) সমাধান না হলে ৩ তারিখ থেকে বিজেপি কাউন্সিলারদের নিয়ে ধর্নায় বসার হুঁশিয়ারি দিয়েছেন শংকর।
শুক্রবার সাংবাদিক বৈঠকে শংকর জানান, জল নিয়ে সব দায় তৃণমূলের। ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। পাশাপাশি র্যাপিড আরবানাইজেশন হওয়ার কারণে শহরে যে জলসংকট বাড়বে তা জানা সত্ত্বেও কেন অশোকবাবু বিকল্প ব্যবস্থা করেননি তার জবাব তাঁকেও দিতেও হবে। এখন যে জল সরবরাহ করা হচ্ছে তার গুনমান জানার জন্য বিজেপি পৃথকভাবে ল্যাবে পরীক্ষা করাচ্ছে বলে জানান বিজেপি নেতা।
প্রসঙ্গত, পানের অযোগ্য শিলিগুড়ির পুরনিগমের সরবরাহ করা জল। দুদিন আগেই সেই জল পান না করার জন্য শহরবাসীর কাছে আবেদন জানিয়েছিলেন মেয়র গৌতম দেব। মেয়রের এই ঘোষণার পরই শোরগোল পড়ে যায় শিলিগুড়িতে (Siliguri)। এই পানীয় জল ইস্যুতে গতকাল শিলিগুড়ি পুরনিগম চত্বরে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছিল সিপিএম। মেয়র গৌতম দেবকে ঘিরেও বিক্ষোভ দেখান সিপিএমের কর্মী-সমর্থকরা। এবার পানীয় জল ইস্যুতে সরব হয়েছে বিজেপিও। এদিনই বিজেপির বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়ায় শিলিগুড়ি পুরনিগম চত্বরে। বিজেপির কয়েকশো কর্মী-সমর্থক মিছিল করে পুরনিগমে ঢোকার চেষ্টা করে। গেটের মুখেই তাঁদের আটকে দেয় শিলিগুড়ি পুলিশ। জোর করে পুরনিগমে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুর এলাকাজুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

