Wednesday, July 3, 2024
HomeMust-Read NewsSiliguri | কানাডার বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিক্যাল বিষয়ক সমাবেশের প্রতিনিধি শিলিগুড়ির তরুণী

Siliguri | কানাডার বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিক্যাল বিষয়ক সমাবেশের প্রতিনিধি শিলিগুড়ির তরুণী

তমালিকা দে, শিলিগুড়ি: ছোট থেকেই স্বপ্ন ছিল গবেষক হওয়ার। সেই স্বপ্নপূরণ করতে তিনি পাড়ি দিয়েছেন কানাডায়(Canada)। ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পিএইচডি করছেন লেকটাউনের বাসিন্দা মধুজা চক্রবর্তী। চলতি বছর স্কটল্যান্ডে বায়োকেমিক্যাল বিষয়ক একটি সমাবেশে কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করেছেন শিলিগুড়ির(Siliguri) তরুণী। তাঁর গবেষণা ভ্যাকসিন তৈরিতে কাজে লাগবে, আশাবাদী মধুজা।

বরাবর মেধাবী হিসেবে পরিচিত দিল্লি পাবলিক স্কুলের এই প্রাক্তনী। নােচও সমান পারদর্শী। ভরতনাট্যম এবং রবীন্দ্রনৃত্য তাঁর প্রিয়। প্রবাসে গিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মধুজা। চলতি বছর ডিসেম্বরে তঁার পিএইচডি কোর্স শেষ হওয়ার কথা। তার আগেই স্কটল্যান্ডে আয়োজিত সমাবেশে নিজের গবেষণা সম্পর্কে আলোচনা করার সুযোগ পেলেন তিনি। ফোনে মধুজা বলছিলেন, ‘ছোটবেলার স্বপ্ন যেন পূরণ হল। এই কনফারেন্সে অংশ নিয়ে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিশেষজ্ঞরা প্রতিনিধিত্ব করতে এসেছিলেন এখানে।’ নিজের গবেষণার ব্যাপারে মধুজা বলেন, ‘চিকিৎসাক্ষেত্রে ভ্যাকসিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমার এই গবেষণা ভ্যাকসিনের পাশাপাশি ওষুধ তৈরির কাজেও লাগবে বলে আশা করছি।’

ইউরোপিয়ান সোসাইটি ফর অ্যানিমেল সেল টেকনলজি (ইএসএসিটি) আয়োজিত কনফারেন্স আয়োজিত হয় স্কটল্যান্ডে। জুন মাসের ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত পাঁচদিন ধরে চলা সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করা গবেষকরা নিজেদের গবেষণা নিয়ে আলোচনা করেন। মেয়েকে ভালোবেসে ‘তিতলি’ বলে ডাকেন মা সঞ্চিতা চক্রবর্তী। বিদেশের মাটিতে মেয়ের এই সাফল্যে গর্বিত তিনি। বললেন, ‘পড়াশোনায় বরাবর মনোযোগী তিতলি। ছোট থেকে ওর ইচ্ছে ছিল, গবেষণার মাধ্যমে নতুন কিছু আবিষ্কার করবে। মেয়ের সাফল্যে আমারও স্বপ্নপূরণ হল।’ মেয়ের গবেষণায় যাতে সাধারণ মানুষ উপকৃত হন, সেটাই আশা মধুজার বাবা মানস চক্রবর্তীর।

শিলিগুড়ি শহরের ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মধুজা ডিপিএস শিলিগুড়ি থেকে দ্বাদশ পাশ করে কলকাতার হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনলজি থেকে বায়োটেকনলজি নিয়ে পড়াশোনা করেছেন। তারপর কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিক্যাল এবং বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তরের সুযোগ আসে। স্নাতকোত্তর পাশের পর সেখানই গবেষণার সুযোগ পান শিলিগুড়ির মেধাবী পড়ুয়া।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Hathras-Stampede

Hathras Stampede | হাথরস কাণ্ডে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা, দাবি সিবিআই তদন্তেরও

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরসে পদপিষ্ট (Hathras Stampede) হয়ে মৃত্যুর ঘটনায় এবার মামলা হল সুপ্রিম কোর্টে (Supreme Court)। শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের...

Elephant Attack | জলপাইগুড়ি জেলাজুড়ে অব্যাহত হাতির হানা, আতঙ্কিত বাসিন্দারা

0
জলপাইগুড়ি ব্যুরো: হাতির হানা(Elephant Attack) থামার যেন কোনও লক্ষণই নেই। সোমবার রাতেও একাধিক বাড়িঘর সহ সুপারি গাছ ক্ষতিগ্রস্ত হল জলপাইগুড়ি(Jalpaiguri) জেলার বিভিন্ন এলাকায়। সন্ধে...
SLG-Nisith-Barman

Siliguri | এনার্জি রিসার্চে সুযোগ শিলিগুড়ির নিশীথের

0
তমালিকা দে, শিলিগুড়ি: দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণা করার সুযোগ পেলেন শিলিগুড়ির (Siliguri) নিশীথ বর্মন। বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স থেকে (IISC) ‘ইন্টারডিসিপ্লিনারি সেন্টার...

Euro 2024 | অস্ট্রিয়াকে হারিয়ে ১৬ বছর পর ফের ইউরোর শেষ আটে তুরস্ক

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে ১৬ বছর পর ফের ইউরো কাপের শেষ আটে উঠল তুরস্ক। মঙ্গলবার গভীর রাতের ম্যাচে মাত্র ৫৭...

Hathras Stampede | হাথরসকাণ্ডে অভিযোগ দায়ের, এফআইআরে নাম নেই স্বঘোষিত ধর্মগুরু ভোলেবাবার!

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরসে নারায়ণ সাকার ওরফে ‘ভোলেবাবা’ নামে এক স্বঘোষিত ধর্মগুরুর (Self-styled Godman) সৎসঙ্গে বড়সড়ো দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। পদপিষ্ট...

Most Popular