শিলিগুড়ি: গান শুনতে কার না ভালো লাগে? তার মধ্যে যদি গায়ক শিলাজিৎ হয় তাহলে কেমন হবে বলুনতো? শুক্রবার বাঘাযতীন পার্কে অ্যাডিকশন ইভেন্ট অর্গানাইজেশন কোম্পানি আয়োজিত একটি অনুষ্ঠানে গানের সুরে ভাসালেন গায়ক শিলাজিত। আর শিলাজিতের গান শুনতে শুনতে আপ্লুত হয়ে পড়েন শ্রোতা দর্শকরা। একের পর এক জনপ্রিয় গান করে দর্শকদের মন জয় করে নেন শিলাজিত। এদিন শুধু শিলাজিত নয় অনুষ্ঠানে গানের ডালি নিয়ে উপস্থিত ছিলেন গায়িকা পৌষালী বন্দোপাধ্যায়। শ্রোতাদের ছুয়ে যায় পৌষালীর গানও। শুধু শিল্পীদের পরিবেশিত গানই নয় একটা অনুষ্ঠানকে উচ্চতর মাত্রায় পৌঁছে দিতে সঞ্চালনা যে কতটা গুরুত্বপূর্ণ তা দেখিয়ে দিয়েছেন এদিনের অনুষ্ঠানের সঞ্চালক আরজে সায়ন। গোটা অনুষ্ঠানটাকে সুন্দর উপস্থাপনার মধ্যে দিয়ে বেঁধে দিয়েছেন তিনি।