উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ! বুধবার সকালে সফিকুল গাজি নামে এক যুবকের মৃত্যুর খবর সামনে আসে। জানা গেছে, ভাঙড়ের (Bhangar) এই যুবক বেশ কিছু দিন ধরে এসআইআর (SIR) আতঙ্কে ভুগছিলেন। সেই আতঙ্ক থেকেই তিনি চরম সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। যাচ্ছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম রফিক গাজি। বাড়ি ভাঙড়ের কাশীপুর এলাকার জয়পুরে। এদিন তাঁর মৃত্যুর খবরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়েই রফিকের বাড়িতে যান বিধায়ক শওকত মোল্লা। মৃতের পরিবারকে পাশে নিয়েই বিধায়ক দাবি করেন, এসআইআর আতঙ্কে ভুগছিলেন রফিক। তাঁর ভয় ছিল ভিটেমাটি ছেড়ে ভিন দেশে চলে যেতে হবে। সেই আতঙ্কেই চরম সিদ্ধান্ত নিয়েছেন রফিক। ইতিমধ্য়ে তাঁর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
তবে এলাকাবাসীরা বলছেন, দীর্ঘদিন ধরে রফিকের পরিবারে অশান্তি চলছিল। সেই অশান্তির জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন।

