উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘাড়ের কাছেই এবার ড্রাগনের নিঃশ্বাস। সিকিমে ভারতীয় সীমান্ত থেকে ১৫০ কিলোমিটারের মধ্যে অত্যাধুনিক জে-২০ (J-20) স্টেলথ ফাইটার জেট মোতায়েন করেছে চিন। ২৭ মে সংগৃহীত স্যাটেলাইট ছবিতে সেই দৃশ্য ধরা পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে চিনা বায়ুসেনার ৬ টি জে-২০ (J-20) স্টেলথ ফাইটার জেট মোতায়েন করা হয়েছে তিব্বতের দ্বিতীয় বৃহত্তম শহর শিগাতসের বিমান ঘাঁটিতে। এই বিমান ঘাটি সামরিক এবং অসামরিক এই দুই ক্ষেত্রেই ব্যবহার করা হয়। ১২,৪০৮ ফুট উচ্চতায় থাকা এই বিমানবন্দর বিশ্বের উচ্চতম বিমানবন্দরগুলির মধ্যে একটি।
তিব্বতে এর আগেও জে-২০ যুদ্ধবিমান মোতায়েন করতে দেখা গিয়েছে ২০২০ ও ২০২৩ সালের ভেতর। তবে এইবারের এই যুদ্ধবিমানের সংখ্যা আগের থেকে অনেকটাই বেশি বলে জানা গিয়েছে।
ভারতও তৈরি রয়েছে তাঁদের ৩৬ টি ফ্রান্সে তৈরি রাফায়েল যুদ্ধবিমান নিয়ে। যাদের মধ্যে ৮ টি যুদ্ধবিমান এই মুহুর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর (USAF) সঙ্গে উন্নত বিমান যুদ্ধ অনুশীলনের জন্য আলাস্কায় উড়ে গিয়েছে।
উল্লেখযোগ্য ভাবে এই চিনা জে-২০ যেখানে মোতায়েন করা হয়েছে সেখান থেকে পশ্চিমবঙ্গের হাসিমারা এয়ারবেসের দূরত্ব ২৯০ কিলোমিটারের কম। এই হাসিমারা বেসেই ১৬ টি রাফায়েল বিমানের দ্বিতীয় স্কোয়ার্ডন রয়েছে। তবে চিনের সক্রিয়তার বিষয়টি নজরে রয়েছে ভারতের। যদিও এনিয়ে কোনও মন্তব্য করা হয়নি।
Indo-China | যুদ্ধের দামামা! সিকিম সীমান্তে ভয়ঙ্কর যুদ্ধ বিমান মোতায়েন চিনের!
Date: