সিতাই: সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এজন্য ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তার। তবে লাইনে ভোটারদের ভিড় দেখা যায়নি।
এদিন সকাল সকাল গারা নাটা ফিফথ প্ল্যান প্রাথমিক স্কুলের ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে আসেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সংগীতা রায়। সঙ্গে ছিলেন কোচবিহারের সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। ভোটকেন্দ্রের ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে তিনি বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
গারা নাটা ফিফথ প্ল্যান প্রাথমিক স্কুলের ভোটকেন্দ্রে তৃণমূল বা নির্দলের এজেন্টকে দেখা গেলেও বিজেপির কোনও পোলিং এজেন্টকে দেখা যায়নি। এপ্রসঙ্গে সংগীতা বলেন, ‘ওরা কেন এজেন্ট দিতে পারেনি তা বলতে পারব না।’
প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে সিতাই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে ভোটে জিতেছিলেন জগদীশ। এবছরের লোকসভা নির্বাচনে তিনি কোচবিহার বিজেপির নিশীথ প্রামাণিক হারিয়ে সাংসদ হন। সেকারণে বিধায়ক পদ তাঁকে ছাড়তে হয়েছে। সেজন্য সিতাই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।