সিতাই : ভোটকেন্দ্র পরিদর্শনে এসে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। ভেটাগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মাণের চৌকির ঘটনা। এদিন এলাকার ৮৫ নম্বর বুথ পরিদর্শনে আসেন জগদীশ। সাংসদকে কাছে পেয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা।
তাঁদের বক্তব্য, ১০ বছর ধরে এলাকার রাস্তা বেহাল। ভোটের আগে আশ্বাস দেওয়া হলেও বাস্তবে রাস্তা সংস্কারে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর। এবিষয়ে সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, ‘আগের সাংসদ এই এলাকায় কোনও কাজ করেননি। আমরা অনেক রাস্তা নির্মাণ করেছি। ভোটের পর এই রাস্তার কাজও দ্রুত শুরু হবে।’